• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ব্যবসায়ী সোহাগ হত্যায় পাথর নিক্ষেপকারী গ্রেপ্তার

   ১৬ জুলাই ২০২৫, ১১:১৩ এ.এম.
ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ। ছবি : সংগৃহীত

পটুয়াখালী প্রতিনিধি

পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে পিটিয়ে ও পাথর ছুড়ে হত্যার ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পটুয়াখালীর ইটবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে আলোচিত এই মামলায় মোট ৯ জনকে গ্রেপ্তার করা হলো।

মঙ্গলবার (১৫ জুলাই) পটুয়াখালীর সদর উপজেলার ইটবাড়িয়া এলাকা থেকে সোহাগ হত্যায় জড়িত আরও এক আসামিকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম ও বিস্তারিত পরিচয় এখনও প্রকাশ করেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তবে ডিবি পুলিশের একটি সূত্র জানিয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তি হত্যাকাণ্ডের সময় নিহত সোহাগের নিথর দেহের ওপর পাথর নিক্ষেপ করেছিল।

পটুয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম কালবেলাকে জানান, -ঢাকার ডিবি পুলিশের একটি দল ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে তার নাম প্রকাশ করা যাচ্ছে না।

এর আগে গত ৯ জুলাই বিকেলে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর ফটকের সামনে প্রকাশ্যে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে পিটিয়ে ও পাথর দিয়ে মাথা থেঁতলে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বোন মঞ্জুয়ারা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী একাধিক অভিযানে গ্রেপ্তার করে:

  • মাহমুদুল হাসান মহিন (৪১)

  • তারেক রহমান রবিন (২২) – যাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়

  • আলমগীর (২৮) ও মনির ওরফে লম্বা মনির (৩২) – কেরানীগঞ্জ ইবনে সিনা হাসপাতাল থেকে গ্রেপ্তার

  • টিটন গাজী (৩২) – গ্রেপ্তার হন শুক্রবার গভীর রাতে

  • কাজী নান্নু – গ্রেপ্তার হন সোমবার রাতে

এছাড়া, সর্বশেষ পাথর নিক্ষেপকারীকে গ্রেপ্তারের মধ্য দিয়ে মামলার গ্রেপ্তার সংখ্যা দাঁড়ালো ৯ জনে।

ডিবি পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন, মামলার তদন্তে আরও অগ্রগতি হয়েছে, এবং সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে আরও কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। শিগগিরই তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সড়কে টোল তোলা নিয়ে জামায়াত বিএনপির সংঘর্ষ, আহত ২
সড়কে টোল তোলা নিয়ে জামায়াত বিএনপির সংঘর্ষ, আহত ২
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে যশোরে এনসিপির সড়ক অবরোধ
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে যশোরে এনসিপির সড়ক অবরোধ
শ্রীপুরে বিএনপির লিফলেট বিতরণ
শ্রীপুরে বিএনপির লিফলেট বিতরণ