• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দৌলতপুর আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, শিক্ষার্থীদের চরম দুর্ভোগ

   ১৫ জুলাই ২০২৫, ১০:১২ পি.এম.

কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় সৃষ্টি হয়েছে চরম জলাবদ্ধতা। ফলে বিদ্যালয়ে আসা-যাওয়া এবং ক্লাস কার্যক্রমে ব্যাঘাত ঘটছে। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থী ও শিক্ষকদের।

বিদ্যালয় চত্বরে সামান্য বৃষ্টিতেই হাঁটু সমান পানি জমে থাকে, যা দিনের পর দিন নিষ্কাশিত না হওয়ায় পরিবেশ হয়ে ওঠে দুর্গন্ধযুক্ত ও মশা-মাছির উপদ্রবপূর্ণ। এ অবস্থায় শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম চালানো অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে।

একাধিক শিক্ষক ও অভিভাবক অভিযোগ করে বলেন, বিদ্যালয় মাঠ ও আশপাশের এলাকায় সঠিক ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বর্ষা মৌসুমে এমন পরিস্থিতি সৃষ্টি হয়। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না করা হলে শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি বাড়তে পারে। 

মঙ্গলবার (১৫ জুলাই)   সকালে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ছাত্রীরা পানিতে ভিজে স্কুলে প্রবেশ করছে। বিদ্যালয়ের মূল ফটক থেকে শুরু করে কক্ষগুলোর সামনে পর্যন্ত পানি জমে থাকায় শ্রেণিকক্ষে পৌঁছানোও দুঃসাধ্য হয়ে উঠেছে। 

অষ্টম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থী পলক হোসেন,  দশম শ্রেণির শিক্ষার্থী রাফিন ইসলাম জানান, কয়েকদিন ধরেই স্কুল প্রাঙ্গণে পানি জমে আছে, অথচ এখনও কোনো পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হয়নি। এ অবস্থায় পাঠদানে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে, অনেকে স্কুলে আসতেও অনিচ্ছুক হয়ে পড়ছে। প্রতিদিন এমন পানি মধ্যে যাওয়া আসায় পায়ে চর্ম রোগসহ অসুস্থ হয়ে পড়ছি। 

শিক্ষার্থী ওয়াফা আক্তার জানান, বিদ্যালয়ের প্রধান গেট থেকে শ্রেণি কক্ষ পর্যন্ত হাটু পানি। স্কুলে আসতে গিয়ে আমাদের জুতা ও স্কুল ড্রেস ভিজে যায় যার ফলে আমাদের স্কুলে দীর্ঘ সম থাকতে সমস্যা হয়। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসান বলেন,আমরা দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার সমস্যায় ভুগছি। বিদ্যালয়ের মাঠটি নিচু হওয়ায় এবং আশপাশে বহুতল ভবন নির্মাণের কারণে স্বাভাবিক পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। ফলে বর্ষা মৌসুমে বিদ্যালয় চত্বরে অধিকাংশ সময় পানি জমে থাকে। বিষয়টি নিয়ে আমরা একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত ও মৌখিকভাবে অবহিত করেছি, কিন্তু এখনও পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। 

দৌলতপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহমেদ বলেন, জলবদ্ধতার খবর পেয়ে মঙ্গলবার দুপুরের পর বিদ্যালয়ে পরিদর্শন করেছি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী বলেন, পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় এ অবস্থা সৃষ্টি হয়েছে। আপাতত যেসব শ্রেণীকক্ষে পানি ঢুকেছে সেগুলো ব্যবহার না করার জন্য প্রধান শিক্ষককে নির্দেশনা দেয়া হয়েছে। সারেজমিন পরিদর্শন করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাফেজ মাওলানা আবদুল্লাহ সাহেব (রহ:) এর আলোচনা সভা অনুষ্ঠিত ‎
হাফেজ মাওলানা আবদুল্লাহ সাহেব (রহ:) এর আলোচনা সভা অনুষ্ঠিত ‎
কুমারখালীতে তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ
কুমারখালীতে তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ
ঝালকাঠিতে মিটফোর্ড হত্যার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
ঝালকাঠিতে মিটফোর্ড হত্যার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ