• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

১৬ জুলাই রাষ্ট্রীয় শোক

   ১৫ জুলাই ২০২৫, ০৭:৩৫ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে বুধবার (১৬ জুলাই) রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (১৫ জুলাই) মন্ত্রী পরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের সই করা এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রীয় শোক পালন করার উদ্দেশ্যে বাংলাদেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

এতে বলা হয়, সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে বুধবার (১৬ জুলাই) রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। 

এদিন শহীদদের মাগফেরাতের জন্য বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তাদের আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বায়ুদূষণ নিয়ন্ত্রণে একসঙ্গে মাঠে নামার নির্দেশ পরিবেশ উপদেষ্টার
বায়ুদূষণ নিয়ন্ত্রণে একসঙ্গে মাঠে নামার নির্দেশ পরিবেশ উপদেষ্টার
আরপিও সংশোধন আইন মন্ত্রণালয়ের ওপর ছেড়ে দিলো ইসি
আরপিও সংশোধন আইন মন্ত্রণালয়ের ওপর ছেড়ে দিলো ইসি
দেশে মোট ভোটার সংখ্যা কত, জানালেন ইসি
দেশে মোট ভোটার সংখ্যা কত, জানালেন ইসি