• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম

যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যুতে সন্তোষজনক অবস্থানে আসেনি বাংলাদেশ

   ১৪ জুলাই ২০২৫, ০৮:৫৭ পি.এম.
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। ছবি- সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন,  যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের বিষয়ে দুই দফা বৈঠক করেও সন্তোষজনক অবস্থানে আসতে পারেনি বাংলাদেশ। আগামী সপ্তাহে তৃতীয় দফা বৈঠক হবে।

তিনি বলেন, ‘বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সব ধরনের বাণিজ্য ঘাটতি কমাতে চায় সরকার। এ জন্য যা যা করা প্রয়োজন সরকার তা করবে।’

সোমবার (১৪ জুলাই) বিকালে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এর আগে দেশের রফতানিযোগ্য পণ্য উৎপাদনকারী ব্যবসায়ী এবং ব্যবসায়ী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন বাণিজ্য উপদেষ্টা। 

এ সময় শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অত্যন্ত ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক হয়েছে বলেও মন্তব্য করেন বাণিজ্য উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক শেষে দেশে ফিরে এসব কথা জানান তিনি। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, আশা করছি, যুক্তরাষ্ট্র আমাদের পণ্যের ওপর যৌক্তিক শুল্ক আরোপ করবে। শূন্য শুল্ক যৌক্তিক বলে তিনি মন্তব্য করেন। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বাংলাদেশ কোনোভাবেই যুক্তরাষ্ট্রের জন্য নিরাপত্তা ঝুঁকি নয়।

এ সময় উপস্থিত বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, আগামী ১ আগস্টের আগেই আলোচনার একটি কার্যকর নিষ্পত্তি হবে বলে আশা করছি। ব্যবসায়ীরা সরকারের নেওয়া পদক্ষেপে সন্তুষ্ট প্রকাশ করেছেন বলেও জানান বাণিজ্য সচিব।

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান,  ৩৫ শতাংশ শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও আলোচনা করবে বাংলাদেশ।  এজন্য শিগগিরই আবার যুক্তরাষ্ট্রে সফরে যাবেন বাণিজ্য উপদেষ্টা।  এ সমস্যা কাটাতে বাংলাদেশের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা চালিয়ে যাওয়া হবে।

বাণিজ্য উপদেষ্টা জানিয়েছেন, ১০ এবং ১১ জুলাই যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে শুল্ক নিয়ে  যে আলোচনা হয়েছে, সেটা ইতিবাচক।  আগামী সপ্তাহে বাণিজ্য উপদেষ্টাসহ প্রতিনিধি দল আবারও যুক্তরাষ্ট্র যাবেন শুল্ক আরোপের বিষয় নিয়ে আলোচনা করতে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শেষে এ বিষয়ে যে চুক্তি হবে, তা কোনোভাবেই  প্রকাশ করা যাবে না বলেও জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।

তিনি জানান, বাংলাদেশ বিষয়টি নিয়ে যথেষ্ট গুরুত্ব সহকারে আলোচনা চালিয়ে যাচ্ছে। আশা করছি, যুক্তরাষ্ট্র বিষয়টিকে ইতিবাচকভাবে দেখবে।

এ সময় উপস্থিত বিটিএমএ’র সভাপতি মোহম্মদ হাতেম সাংবাদিকদের জানান, শুল্ক আরোপের বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সরকার যেভাবে যোগাযোগ করছে এবং আলোচনা চালিয়ে যাচ্ছে তাতে ব্যবসায়ীরা খুশি। বাংলাদেশের এই চেষ্টার ফলে ভালো কিছু হবে বলে আশা ব্যক্ত করেন মোহম্মদ হাতেম। 

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পেঁপে ছাড়া সব সবজির দাম চড়া
পেঁপে ছাড়া সব সবজির দাম চড়া
গরিবের পাঙাশ-তেলাপিয়া-ব্রয়লারে আগুন
গরিবের পাঙাশ-তেলাপিয়া-ব্রয়লারে আগুন
স্যামসন এইচ চৌধুরীর জন্মশতবর্ষে স্মরণসভা অনুষ্ঠিত
স্যামসন এইচ চৌধুরীর জন্মশতবর্ষে স্মরণসভা অনুষ্ঠিত