• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গাইবান্ধায় দিন-রাত ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং

   ১৪ জুলাই ২০২৫, ০১:২৭ পি.এম.
গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতি

গাইবান্ধা প্রতিনিধি 

গাইবান্ধায় দিন-রাত বিদ্যুতের ভেলকিবাজিতে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের আশ্বাস থাকলেও বাস্তবে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে গাইবান্ধা শহরের জনসাারণ। ব্যবসা-বাণিজ্য, পড়াশোনা, স্বাস্থ্যসেবা সব ক্ষেত্রেই পড়েছে নেতিবাচক প্রভাব।

জেলায় নেসকো ও গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় থাকা গ্রাহকরা জানান, ঘনঘন বিদ্যুৎ চলে যাওয়ার ফলে বিদ্যুৎ নির্ভর যন্ত্রপাতি নষ্ট হচ্ছে, ব্যবসায়িক কার্যক্রম থমকে যাচ্ছে, আর প্রচণ্ড গরমে বাসাবাড়িতে অবস্থান করাই কষ্টসাধ্য হয়ে পড়েছে। শহরের চেয়ে গ্রামের পরিস্থিতি আরও ভয়াবহ।

গাইবান্ধা জেলা শহরের সালিমার সুপার মার্কেটের ব্যবসায়ী জেমস বলেন, বিদ্যুৎ না থাকায় দোকান বন্ধ রাখতে হচ্ছে। বেচাকেনা নেই, বসে বসে সময় কাটছে।

এদিকে অতিরিক্ত লোডশেডিংয়ের অভিযোগ অস্বীকার করে গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার মোঃ আমজাদ হোসেন বলেন, তীব্র গরমে বিদ্যুতের চাহিদা বেড়েছে। সরবরাহ কম থাকায় সিডিউল করে কিছু সময় লোডশেডিং দেয়া হচ্ছে।

গাইবান্ধা জেলার শহর এলাকায় বিদ্যুৎ সরবরাহ করে নেসকো এবং উপজেলার ৮১টি ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ করে গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতি। তবে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় ভোগান্তি বাড়ছেই।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে ট্রাকের ধাক্কায় নিহত ২
যশোরে ট্রাকের ধাক্কায় নিহত ২
২২ বছর পর কারামুক্ত হলেন তুহিন
২২ বছর পর কারামুক্ত হলেন তুহিন
যশোরে মুজিব মুর‌্যালের জায়গায় ‘জুলাই শহীদ স্মৃতিশৌধ’ উদ্বোধন
যশোরে মুজিব মুর‌্যালের জায়গায় ‘জুলাই শহীদ স্মৃতিশৌধ’ উদ্বোধন