যারা বিএনপি করেন, তাকে সিজদা করতে হবে : রেজাউল করিম


চাটমোহর (পাবনা) প্রতিনিধি
বিএনপি নেতা রেজাউল করিম বলেছেন, অবশ্যই যারা বিএনপি করেন, সিজদা করতে হবে তার পায়ে। পাবনা-৩ আসনের বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনকে লক্ষ্য করে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি পাবনার ভাঙ্গুড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএপির সদস্য।
শনিবার (১২ জুলাই) বিকেলে চাটমোহর বালুচর মাঠে বিএনপি আয়োজিত জনসভার আগে তার দেওয়া সেই বক্তব্যটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।
এ নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েন ওই বিএনপি নেতা। এ ঘটনায় তাকে ‘পাগল’ আখ্যা দিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন খোদ বিএনপির নেতারা।
জানা গেছে, ১২ জুলাই বিকালে পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিন দলের প্রাথমিক মনোনয়ন পাওয়ায় ও জনসভায় যোগ দিতে চাটমোহর উপজেলা ছাত্রদলের আয়োজনে আনন্দ মিছিল হয়। মিছিল শেষে বক্তব্য দিচ্ছিলেন ভাঙ্গুড়ার ওয়ার্ড বিএনপি নেতা রেজাউল করিম।
রেজাউল করিম বলেন, ‘আর যদি কেউ তার (তুহিনের) বিরুদ্ধে অপপ্রচার করেন বা তার সঙ্গে থেকেও বিরোধিতা করেন, তার প্রতিফলও তারা পাবেন। তার কোনো বিকল্প নাই।’
চাটমোহর পৌর বিএনপির সাধারণ সম্পাদক তায়জুল ইসলাম জানান, ওই ব্যক্তি যে বক্তব্য দিয়েছে এটা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের কথা হতে পারে না।
আর চাটমোহরে যেসব নেতারা তাকে এনে এমন মন্তব্য করালেন তাদেরকে সাবধান করে দিচ্ছি, কোনো উস্কানিমূলক কথা এবং ইসলাম ধর্মের সঙ্গে সাংঘর্ষিক কোন কর্মকাণ্ড পরিচালিত হলে সে যত বড় নেতা হোন না কেন আমরা তার দাঁত ভাঙা জবাব দেবো।
চাটমোহর উপজেলা যুবদলের সদস্য সচিব মো. ফারুক হোসেন জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতাদের আমি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই এই উন্মাদ বিএনপি নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হোক। এর সঙ্গে যারা তাকে এমন বক্তব্য প্রদানে উৎসাহিত করেছে তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হোক। এমন বক্তব্য প্রদানের প্রেক্ষিতে চাটমোহর উপজেলাসহ সমস্ত দেশে বিএনপির ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে।
ভিওডি বাংলা/ এমএইচ
কলেজছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
পাবনা মহিলা কলেজের এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলায় নিশান …

পলাশবাড়ীতে রাতের আধারে বিদ্যালয়ের ছাদ ঢালাই!
বাংলাদেশে নতুন করে ভয়ের সংস্কৃতি তৈরি করা হচ্ছে : নাহিদ ইসলাম
ঝালকাঠি প্রতিনিধি
ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে জাতীয় …
