কুষ্টিয়ায় আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত


কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। (১৩ জুলাই) রবিবার সকাল ১০ টার সময় জেলা প্রশাসকের কার্যালয়ে। জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান এর সভাপতিত্বে জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, জেলা সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেন। সভায় পুলিশ সুপার অত্র জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং অপরাধ দমনে সকলের সহযোগিতা কামনা করেন।
জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভায় সম্পত্তি সংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণ, সন্ত্রাস ও নাশকতামূলক কার্যক্রম পর্যালোচনা, মাদকদ্রব্য ও চোরাচালান নিরোধ, অনিষ্পন্ন চোরাচালান মামলার নিষ্পত্তি ত্বরান্বিতকরণ, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ, মানব পাচার প্রতিরোধ, শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা, সড়কের শৃঙ্খলা, ফুটপাত হকারমুক্ত ও দখলমুক্ত ইত্যাদি বিষয়ের উপর বিস্তারিত আলোচনা হয়।
উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
ভিওডি বাংলা/ এমএইচ
কলেজছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
পাবনা মহিলা কলেজের এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলায় নিশান …

পলাশবাড়ীতে রাতের আধারে বিদ্যালয়ের ছাদ ঢালাই!
বাংলাদেশে নতুন করে ভয়ের সংস্কৃতি তৈরি করা হচ্ছে : নাহিদ ইসলাম
ঝালকাঠি প্রতিনিধি
ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে জাতীয় …
