• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাজশাহীতে রাতের আঁধারে ফসলি জমি হয়ে যাচ্ছে পুকুর

   ১৩ জুলাই ২০২৫, ০১:২৩ পি.এম.
ফসলি জমি কেটে তৈরি করা হচ্ছে পুকুর

রাজশাহী ব্যুরো:  

রাজশাহীর বিলাঞ্চলে রাতের আঁধারে নির্বিচারে ফসলি জমি কেটে তৈরি করা হচ্ছে পুকুর। এতে যেমন বিলুপ্ত হচ্ছে কৃষিজমি, তেমনি বর্ষার পানিতে জলাবদ্ধ হয়ে পড়ছে ফসলের মাঠ।
কৃষকেরা বলছেন, এই পুকুর খননের পেছনে রয়েছেন রাজনীতিক ও প্রভাবশালী এক শ্রেণির মানুষ। প্রশাসনের অভিযান থাকলেও কাজের কাজ কিছুই হচ্ছে না।

বাঘার নওটিকা-আরিফপুর বিলে দিনে কোনো কাজ না চললেও রাত হলেই এক্সেভেটর নামিয়ে চলে পুকুর খননের উৎসব। গত দুই সপ্তাহেই সেখানে অন্তত ৪টি নতুন পুকুর খোঁড়া হয়েছে। স্থানীয়দের দাবি, ইতোমধ্যে বিলে থাকা ৭০ শতাংশ জমি পুকুরে রূপ নিয়েছে।

স্থানীয় কৃষকরা বলছেন, এই বিল এক সময় তিন ফসলি ছিল। ধান, পাটসহ বিভিন্ন ফসল হতো, মিলত গরুর খড়ও। এখন সেখানে জলাবদ্ধতা, ফসল নেই, খড়ও নেই।

তানোর, বাগমারা, পবা, মোহনপুর, চারঘাট, দুর্গাপুরসহ জেলার নয়টি উপজেলায় একই অবস্থা। তানোরের হাড়দহ ও বাগমারার নিমাই বিলে পুকুর খনন বন্ধে স্থানীয়দের আইনি পদক্ষেপ নিলেও খনন বন্ধ হয়নি।

রাজশাহীর নদী ও জলাভূমি গবেষক মাহবুব সিদ্দিকী বলেন,

“এই অঞ্চলের বিল দখল করে পুকুর খননের বিষয়টি খুবই উদ্বেগজনক। প্রশাসনের নির্লিপ্ততার কারণেই এটি থামানো যাচ্ছে না।”

রাজশাহীর বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার বলেন, “নওটিকা-আরিফপুর বিলে একাধিকবার অভিযান চালানো হয়েছে। এক্সেভেটরের যন্ত্র খুলে নিয়ে আসা হয়েছে। এরপরও চক্রটি পুকুর খনন চালিয়ে যাচ্ছে। আমরা মামলা করার প্রস্তুতি নিচ্ছি।”

মৎস্য অধিদফতরের তথ্য অনুযায়ী, রাজশাহীতে বর্তমানে ৫১ হাজার ৫০০ পুকুর রয়েছে। এর মধ্যে গত ১০ বছরে খোঁড়া হয়েছে ২০ হাজারেরও বেশি নতুন পুকুর। তবে কৃষকদের ধারণা, প্রকৃত সংখ্যা আরও বেশি।

এক কৃষকের কণ্ঠে অসহায়ত্ব: “আগে বছরে দুবার ফসল হতো। ধান হতো, খড় পেতাম। এখন কিছুই হয় না। গরুকে খাওয়ানোর জন্যও ঘাস নেই,” -বলছিলেন বাঘার কৃষক মোতাহার।

উন্নয়নকর্মী ও কৃষকদের আহ্বান, বিল দখল বন্ধে কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হোক। না হলে রাজশাহীর কৃষি ব্যবস্থা চিরতরে হুমকির মুখে পড়বে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দৌলতপুর আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, শিক্ষার্থীদের চরম দুর্ভোগ
দৌলতপুর আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, শিক্ষার্থীদের চরম দুর্ভোগ
বাঁশখালীতে ইয়াবা পাচারের সময় জামায়াত নেতাসহ আটক ২
বাঁশখালীতে ইয়াবা পাচারের সময় জামায়াত নেতাসহ আটক ২
ইউক্যালিপটাস ও আকাশমনি চারা নিধন
ইউক্যালিপটাস ও আকাশমনি চারা নিধন