• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কিংবদন্তি অভিনেতা কোটা শ্রীনিবাস রাও আর নেই

   ১৩ জুলাই ২০২৫, ১২:৪৬ পি.এম.
কোটা শ্রীনিবাস রাও। ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক

তেলেগু সিনেমার প্রখ্যাত অভিনেতা ও সাবেক বিধায়ক কোটা শ্রীনিবাস রাও আর নেই। রোববার (১৩ জুলাই) ভোরে হায়দরাবাদের ফিল্মনগরে নিজ বাসভবনে বার্ধক্যজনিত অসুস্থতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

১৯৪২ সালে অন্ধ্রপ্রদেশে জন্ম নেওয়া কোটা অভিনয় শুরু করেন মঞ্চ থেকে। ব্যাংকে চাকরি করলেও ১৯৭৮ সালে ‘প্রাণম খারেদু’ ছবির মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। চার দশকের বেশি সময়ের ক্যারিয়ারে তিনি প্রায় ৭৫০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন—তেলেগুর পাশাপাশি তামিল, হিন্দি, কন্নড় ও মালয়ালম ভাষাতেও।

খলনায়ক, কমেডিয়ান ও চরিত্রাভিনেতা—সব ভূমিকাতেই সমান দক্ষ ছিলেন কোটা। অভিনয়ে অবদানের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন ৯টি নন্দী পুরস্কার এবং ২০১৫ সালে ভারত সরকারের পদ্মশ্রী সম্মাননা।

রাজনীতিতেও সক্রিয় ছিলেন তিনি। বিজেপির টিকিটে ১৯৯৯-২০০৪ মেয়াদে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া (পূর্ব) আসন থেকে বিধায়ক নির্বাচিত হন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডিভোর্সের ১২ বছর পর মহিমা, পাশে ষাটোর্ধ্ব সঞ্জয়!
ডিভোর্সের ১২ বছর পর মহিমা, পাশে ষাটোর্ধ্ব সঞ্জয়!
ইমরানের ক্যামিওতে ছেলের স্কুলজীবনে হাস্যরস!
ইমরানের ক্যামিওতে ছেলের স্কুলজীবনে হাস্যরস!
অনন্য মামুনের সিনেমায় তামান্না ভাটিয়া
অনন্য মামুনের সিনেমায় তামান্না ভাটিয়া