• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাজাপুরে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন উপলক্ষে আলোচনা সভা

   ১২ জুলাই ২০২৫, ০৬:১৬ পি.এম.

শেয়ার করুন

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শনিবার (১২ জুলাই) বিকেলে রাজাপুর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা বিএনপির আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বক্তারা বিএনপিকে আগামী দিনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রধান শক্তি হিসেবে গড়ে তুলতে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমকে বেগবান করার আহ্বান জানান।

সভা শেষে সদস্য ফর্ম বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বৈরাচারী ব্যবস্থা যেন ফিরে না আসে: বদিউল আলম
স্বৈরাচারী ব্যবস্থা যেন ফিরে না আসে: বদিউল আলম
পাথর মেরে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে ঝালকাঠি জেলা জুড়ে বিক্ষোভ
পাথর মেরে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে ঝালকাঠি জেলা জুড়ে বিক্ষোভ
বাঁশখালী পৌরসভার ৩নং ওয়ার্ডের কমিটি অনুমোদিত
বাঁশখালী পৌরসভার ৩নং ওয়ার্ডের কমিটি অনুমোদিত