বাঙলা কলেজ ছাত্রদল নেতার পদত্যাগ


নিজস্ব প্রতিবেদক
সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সিনিয়র সহসভাপতি (প্রিন্সিপাল আবুল কাশেম হল) রাসেল মিয়া পদত্যাগ করেছেন।
শনিবার (১২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
ফেসবুকে পোস্টে তিনি লেখেন, ‘আমি নিজের পরিশ্রমের ফল নিজের মতো করে খেতে চাই। তোদের মতো কিছু সুবিধাভোগী নেতার কারণে বাবা-মায়ের মুখে গালি শুনে আর গুনাহ কামাতে চাই না। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল থেকে নিজেকে সম্পূর্ণভাবে প্রত্যাহার করে নিলাম।’
জানতে চাইলে রাসেল মিয়া বলেন, যে আদর্শ এবং নীতি বুকে ধারণ করে ছাত্রদলের সঙ্গে পথচলা শুরু করেছিলাম, ফ্যাসিস্ট হাসিনার আমলে বহু নির্যাতনের শিকার হয়েছি, মজলুম হিসেবে পরিচিত ছিলাম। আজ সেই প্রিয় সংগঠনের কিছু দুষ্কৃতকারীর কারণে ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। জনসম্মুখে যখন দলকে নিয়ে এসব অপকর্মের প্রশ্নের সম্মুখীন হতে হয়, তখন হতভম্ব হয়ে তাকিয়ে থাকা ছাড়া কোনো উত্তর দেওয়ার থাকে না।
তিনি আরও বলেন, ফ্যাসিস্ট হাসিনার আমলে একজন ত্যাগী কর্মী হিসেবে কোনো মূল্যায়ন পাইনি। এ ছাত্রদল করার কারণে আমার জীবন থেকে শিক্ষাজীবনের একটি বছর লস হয়ে গেছে।
বাঙলা কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোখলেছুর রহমান বলেন, রাসেল মিয়া দীর্ঘদিন ধরে সাংগঠনিক প্রোগ্রামে আসছে না। দল থেকে পদত্যাগ করা না করা এটা একান্ত তার ব্যক্তিগত বিষয়।
ভিওডি বাংলা/ এমএইচ
ফ্যাসিবাদ বিরোধী শক্তির ঐক্য অপরিহার্য: ডা. মওদুদ
বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল …

সায়মা ওয়াজেদের ছুটি জবাবদিহিতার পথে প্রথম পদক্ষেপ: প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সায়মা ওয়াজেদের অনির্দিষ্টকালের …

বিএনপি সর্বদা সন্ত্রাস দমনে সরকারকে সহযোগিতায় প্রস্তুত: মাহদী আমিন
নিজস্ব প্রতিবেদক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী …
