
ঝালকাঠি প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন দলটির একসময়ের সক্রিয় নেতা ড. ফয়জুল হক। শনিবার (১২ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি পদত্যাগের ঘোষণা দেন। একইসঙ্গে তিনি ঝালকাঠী-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন।
বিবৃতিতে ড. ফয়জুল হক বলেন, “আমি সব সময় চেয়েছি একটি স্বাধীন, ন্যায়ভিত্তিক ও মূল্যবোধসম্পন্ন রাজনীতি করতে। কিন্তু দুঃখজনকভাবে লক্ষ্য করছি, বিএনপির নেতৃত্ব বর্তমানে বামঘেঁষা মতাদর্শের দিকে ঝুঁকছে। এতে ইসলামপন্থীদের প্রতি বিদ্বেষমূলক বক্তব্য দেওয়া হচ্ছে, যা আওয়ামী লীগের অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।”
তিনি জানান, ২০১৫ সালে তিনি বিএনপির মালয়েশিয়া কমিটিতে সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০১৮ সালে ঝালকাঠী-১ ও ২ আসনে দলের মনোনয়ন প্রত্যাশা করেন।
ড. ফয়জুল আরও বলেন, “আমি পাথর দিয়ে মানুষ হত্যা, সন্ত্রাস ও চাঁদাবাজিকে সমর্থন করি না। আমি সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলার সাহস নিয়ে রাজনীতি করতে চাই। মৃত্যুর আগপর্যন্ত এই নীতিতে অবিচল থাকবো।”
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, “তাঁদের অবদান আমি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবো।”
দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে একজন স্বাধীনচেতা দেশপ্রেমিক হিসেবে জনগণের সামনে নিজেকে উপস্থাপন করতে চান বলেও জানান তিনি। সকলের দোয়া ও সমর্থন কামনা করেন ড. ফয়জুল।
ভিওডি বাংলা/ এমএইচ
তাড়াশে মানবিক সহায়তার ঘর পেলেন গৃহহীন হামিদা
চলনবিল প্রতিনিধি
সিরাজগঞ্জের তাড়াশে গৃহহীন হামিদা খাতুন সরকারি অনুদান ও …

কুষ্টিয়ায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ
কুষ্টিয়া প্রতিনিধি
পাথর মেরে বর্বরোচিত হত্যাসহ দেশব্যাপী চাঁদাবাজি ও সন্ত্রাসী …

কলমাকান্দা উপজেলায় বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
নেত্রকোনা প্রতিনিধি
দীর্ঘ ১১ বছর পর বিপুল উৎসাহ উদ্দীপনা এবং …
