• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ক্ষমতা নয়, গণতন্ত্রের জন্য পাগল বিএনপি

নিজস্ব প্রতিবেদক    ১১ জুলাই ২০২৫, ০৬:৫২ পি.এম.
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ছবি-ভিওডি বাংলা

নিজস্ব প্রতিবেদক

ক্ষমতায় যেতে নয়, বিএনপি দেশে দ্রুত গণতান্ত্রিক উত্তরণ চায় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
শুক্রবার (১১ জুলাই) বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও জাসাস প্রকাশিত গানের সিডি মোড়ক উম্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিএনপি যেন ক্ষমতায় যেতে না পারে সেজন্য একটি গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে জানিয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়নি। বিএনপি গণতন্ত্র উদ্ধারে পাগল হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, দেশ নতুন করে স্বাধীন হয়নি। মুক্তিযুদ্ধ একটাই হয়েছে। সরকার পতনের আন্দোলন আর মুক্তিযুদ্ধ আলাদা বিষয়। মৌলিক যুদ্ধ একাত্তর। তারই ধারাবাহিকতায় চব্বিশ।
 
‘বৈষম্যবিরোধীরা বৈষম্য সৃষ্টি করবেন না। যদিও এরইমধ্যে তা শুরু হয়েছে। আন্দোলনের ৯৫ ভাগ শিক্ষার্থী টেবিলে ফিরে গেছে’, যোগ করেন গয়েশ্বর চন্দ্র রায়।
 
তিনি বলেন, বিএনপিকে যারা ক্ষমতায় দেখতে চান না, তারা মিলে ঐক্যজোট করেন। ৩০০ আসনে প্রার্থী দেন। দেখেন জামানত টিকে কিনা।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কতিপয় দল বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা করছে: আযম খান
কতিপয় দল বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা করছে: আযম খান
গণতন্ত্রের প্রথম পদক্ষেপ হচ্ছে নির্বাচন- মির্জা ফখরুল
গণতন্ত্রের প্রথম পদক্ষেপ হচ্ছে নির্বাচন- মির্জা ফখরুল
চব্বিশের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি: সারজিস আলম
চব্বিশের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি: সারজিস আলম