• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কুমারখালীতে অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

   ১১ জুলাই ২০২৫, ১০:২৪ এ.এম.
চায়না দুয়ারি জাল

কুষ্টিয়া প্রতিনিধি
 
কুষ্টিয়া কুমারখালীতে  মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় অভিযান চালিয়ে পদ্মা নদী থেকে  ৬০ পিস অবৈধ চায়না দুয়ারি জাল উদ্ধারের পর তা পুড়িয়ে় ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকালে উপজেলার শিলাইদহ ঘাট এলাকায়  অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার। ‌

পরে উদ্ধারকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময়  উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুর হাসান উপস্থিত  ছিলেন।

সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, চায়না দুয়ারি জাল দিয়ে মাছ ধরা আইনত দন্ডনীয় অপরাধ। এই সময়টাতে মাছের পেটে ডিম থাকে, চায়না জাল ব্যবহার করে সব ডিমওয়ালা মাছ ধরায় মাছের প্রজনন ও উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়।

নির্বাহী ম্যজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দার বলেন, উপজেলার পদ্মা নদীর শিলাইদহ ঘাট এলাকায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এই সময় ১ জনকে ২০০ টাকা জরিমানা করা হয়। প্রায় ৬০ পিস চায়না দোয়ারি জাল পু্ড়িয়ে ধ্বংস করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নারায়ণগঞ্জে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই
নারায়ণগঞ্জে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই
পাকুন্দিয়ায় বিএনপি নেতার মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া
পাকুন্দিয়ায় বিএনপি নেতার মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালনে শোভাযাত্রা
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালনে শোভাযাত্রা