৭ দফা দাবি পূরণ হলেই নির্বাচনে প্রস্তুত জামায়াত


জামায়েতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসান মাহবুব জুবায়ের বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদসহ ৭ দফা দাবি পূরণ হলে যে কোন সময় নির্বাচনের জন্য প্রস্তুত জামায়েত ইসলামী। এদিন সোহরাওয়ার্দী উদ্যানে ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশের বিষয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক করে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল। বিএনপিসহ ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দল ও সংগঠনকেও এ সমাবেশে দাওয়াত দেওয়া হবে বলেও উল্লেখ করেন অ্যাডভোকেট এহসান মাহবুব জুবায়ের।
বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
বৈঠক শেষে জামায়াত নেতা বলেন, রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় সমাবেশ করতে যাচ্ছে জামায়াতে ইসলামী। এতে অংশ নেবেন ঢাকা বিভাগসহ দেশের বিভিন্ন জেলা থেকে কয়েক লাখ নেতাকর্মী। ডিএমপির পক্ষ থেকে নিরাপত্তাসহ সার্বিক সহযোগিতার আশ্বাস পেয়েছেন তারা।
এ সময় আরও উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ প্রমুখ।
ভিওডি বাংলা/ এমএইচ
ইশরাককে হত্যার হুমকির প্রতিবাদে পুরান ঢাকায় বিক্ষোভ মিছিল
বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে হত্যার হুমকির প্রতিবাদে পুরান ঢাকায় …

দলীয় নেতা-কর্মীদের সংযত আচরণের পরামর্শ ইশরাকের
দলীয় নেতা-কর্মীদের আরও সংযত আচরণ করার পরামর্শ দিয়েছেন চেয়ারপারসনের পররাষ্ট্র …

গণতন্ত্রবিরোধীদের ‘রাজনৈতিক দল’ বলা যায় না : আমীর খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,“যারা নির্বাচনকে …
