সারিয়াকান্দিতে মানবতার বাতিঘর হয়ে উঠেছেন মোঃ সেবিন


সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের রামচন্দ্রপুর বাজারে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন মোঃ সেবিন। নিজস্ব অর্থায়নে প্রতিষ্ঠা করেছেন ব্যতিক্রমী এক প্রতিষ্ঠান—‘রিটায়ার্ড চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ার হোম’, যেখানে সমাজের অবহেলিত শিশু ও প্রবীণদের জন্য গড়ে তুলেছেন নিরাপদ আশ্রয়, ভালোবাসা ও যত্নে ভরপুর একটি পরিবার।
এই কেন্দ্রটি বর্তমানে অসহায়, নিরাশ্রয় শিশু ও প্রবীণদের জন্য হয়ে উঠেছে এক নিরাপদ আশ্রয়স্থল। শিশুরা পাচ্ছে স্নেহময় পরিবেশ, পুষ্টিকর খাবার ও শিক্ষার সুযোগ। অন্যদিকে, বয়োবৃদ্ধরা পাচ্ছেন সম্মান, যত্ন ও মানসিক প্রশান্তি যা সমাজের অনেক ক্ষেত্রেই তাদের অধরা থেকে যায়।
মোঃ সেবিন দীর্ঘদিন ধরে নিঃস্বার্থভাবে সমাজসেবায় নিয়োজিত। মানুষের দুঃখ-কষ্টে পাশে দাঁড়ানোই যেন তার জীবনের ব্রত। ‘রিটায়ার্ড চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ার হোম’ তাঁর মানবিক দায়িত্ববোধের এক বাস্তব প্রতিফলন। তিনি বিশ্বাস করেন, সমাজের সকল মানুষকে ভালোবাসা ও সম্মানের সঙ্গে বাঁচার অধিকার নিশ্চিত করতে হবে।
তার এই মহৎ উদ্যোগে পাশে দাঁড়িয়েছেন আরও কিছু মানবিক ও দায়িত্বশীল ব্যক্তি। তাঁদের মধ্যে রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ শফিকুল ইসলাম এবং বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনাসদস্য মোঃ বাবলু মিয়া। তাদের সহায়তায় এই প্রতিষ্ঠানটি দিন দিন আরও সুসংগঠিত হয়ে উঠছে।
প্রতিষ্ঠানে রয়েছে চিকিৎসাসেবা, মানসম্মত খাবার, পরিচ্ছন্ন বাসস্থান, বিনোদনের সুযোগ এবং সামাজিক সম্পর্ক গড়ে তোলার এক বন্ধুত্বপূর্ণ পরিবেশ। এখানে বসবাসকারী শিশুরা ও প্রবীণরা সবাই একে অপরের পরম আপনজন হয়ে উঠেছেন। আর এই প্রতিটি দিকের দেখভাল করছেন স্বয়ং মোঃ সেবিন নিজেই, ভালোবাসা, আন্তরিকতা ও নিষ্ঠা দিয়ে।
স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সমাজকর্মীসহ নানা শ্রেণিপেশার মানুষ তার এই মানবিক প্রয়াসকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করেন, সমাজের অন্য সামর্থ্যবানরাও যদি এমন দায়িত্ববোধে উদ্বুদ্ধ হন, তবে একটি সহানুভূতিশীল সমাজ গড়ে তোলা সম্ভব।
এ বিষয়ে মোঃ সেবিন বলেন, “মানুষ মানুষের জন্য এই বিশ্বাস থেকেই আমি কাজ করি। চাই না কেউ অবহেলার শিকার হয়ে দিন কাটাক। আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করছি, যেন এ অসহায় মানুষগুলো নতুন করে বাঁচার আশা পায়। সমাজের বিত্তবানরা স্বইচ্ছায় এগিয়ে এলে আমরা আরও অনেক জীবন বদলে দিতে পারবো।”
যেখানে সমাজে মানবিকতা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে, সেখানে মোঃ সেবিনের এই উদ্যোগ যেন এক নতুন আশার আলো। ‘রিটায়ার্ড চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ার হোম’ শুধুমাত্র একটি প্রতিষ্ঠান নয়, এটি ভালোবাসা, মানবিকতা ও আশ্রয়ের এক অনন্য প্রতীক।
মোঃ সেবিনের এ মহতী উদ্যোগ সারিয়াকান্দির ইতিহাসে মানবসেবার এক উজ্জ্বল অধ্যায় হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর এ প্রচেষ্টা শুধু অনুকরণীয় নয়, বরং একটি সমাজবদলের মাইলফলক।
ভিওডি বাংলা/ এমএইচ
ষড়যন্ত্র করে কোন লাভ হবে না: কামরুল হুদা
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ …

শ্লোগান দিতে দিতে মাটিতে লুটিয়ে পড়লেন মহিলাদল নেত্রী
পাবনা প্রতিনিধি
বিএনপি নেতার কারামুক্ত সংবর্ধনা অনুষ্ঠানে মিছিল শেষে হৃদযন্ত্রের …

কুড়িগ্রামে মৎস্য চাষিদের মাঝে মাছের পোনা বিতরণ করেন ডিসি
কুড়িগ্রাম প্রতিনিধি
মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মৎস্য চাষিদের মাঝে মাছের …
