• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফের পেছালো সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন

   ৮ জুলাই ২০২৫, ০৩:২৩ পি.এম.
সাগর-রুনি দম্পতি। ছবি : সংগৃহীত

আদালত প্রতিবেদক

১১৯তম বারের মতো পিছিয়ে গেল সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ। আগামী ১১ আগস্ট নির্ধারণ করেছে আদালত।

মঙ্গলবার (৮ জুলাই) এই প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সময়মতো তা দাখিলে ব্যর্থ হয়। এ কারণে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান নতুন তারিখ ঘোষণা করেন।

শেরেবাংলা নগর থানার আদালত সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে হত্যা করা হয়। ঘটনার পর রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করেন। প্রথমে থানার একজন উপ-পরিদর্শক (এসআই) তদন্ত করলেও চার দিন পর মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। তবে দুই মাস তদন্ত করেও ডিবি কোনো সাফল্য পায়নি।

পরবর্তীতে হাইকোর্টের নির্দেশে ২০১২ সালের ১৮ এপ্রিল তদন্তের দায়িত্ব পায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তবে গত ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট র‌্যাবকে তদন্ত থেকে সরিয়ে দেয়। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের বেঞ্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একটি উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ দেন। তাদের ছয় মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বর্তমানে মামলাটি তদন্ত করছে পিবিআই।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চানখারপুলে হত্যা: অভিযোগ গঠন আজ
চানখারপুলে হত্যা: অভিযোগ গঠন আজ
হাইকোর্টের আদেশে টিউলিপ সিদ্দিকের মামলা স্থগিত
হাইকোর্টের আদেশে টিউলিপ সিদ্দিকের মামলা স্থগিত
হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে গুমের অভিযোগ বিএনপির
হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে গুমের অভিযোগ বিএনপির