সানেমের জরিপ: বিএনপি ভোট পাবে ৩৮.৭৬ শতাংশ


ডেস্ক রিপোর্ট
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হলে বিএনপি ৩৮.৭৬ শতাংশ ভোট পাবে বলে মনে করেন তরুণরা। এর পরের অবস্থানে থাকবে জামায়াত। দলটি পাবে ২১.৪৫ শতাংশ ভোট।
সোমবার (৬ জুলাই) সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) প্রকাশিত এক জরিপে এমন তথ্যই উঠে এসেছে।
এছাড়া জরিপে অংশ নেয়া তরুণরা মনে করেন, অন্যান্য ধর্মীয় দলগুলো পাবে ৪.৫৯ শতাংশ ভোট। তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পাবে ১৫.৮৪ শতাংশ, জাতীয় পার্টি পাবে ৩.৭৭ শতংশ এবং অন্যান্য দল পাবে শূন্য দশমিক ৫৭ শতাংশ ভোট।
সানেমের জরিপে আরও উঠে এসেছে, নির্বাচনে অংশগ্রহণের অনুমতি পেলে আওয়ামী লীগ পাবে ১৫ দশমিক শূন্য ২ শতাংশ ভোট।
দেশের সবকটি বিভাগের ওপর চালানো এ জরিপে অংশ নেন ১৫ থেকে ৩৫ বছর বয়সি দুই হাজার মানুষ। প্রথমে ৮ বিভাগ থেকে ২টি করে জেলা বাছাই করা হয়। এরপর সেখান থেকে আবার দুইটি করে উপজেলা নির্বাচন করা হয়।
জরিপে অংশগ্রহণকারীদের শিক্ষাগত যোগ্যতা এসএসসির নিচে ৪০ শতাংশ, এসএসসি বা এর ওপরে ৬০ শতাংশ। এর মধ্যে শহরের ছিল ৫০ শতাংশ এবং গ্রামের ৫০ শতাংশ।
ভিওডি বাংলা/ডিআর
টেলিযোগাযোগ লাইসেন্স ঘিরে মাফিয়াদের রোষানলে পড়েছি: ফয়েজ আহমদ
জ্যেষ্ঠ প্রতিবেদক
দুর্নীতি দমন কমিশনে (দুদক) হস্তক্ষেপের অভিযোগে একাধিক গণমাধ্যমে …

শরীয়তপুরের নতুন ডিসি তাহসিনা বেগম !
নিজস্ব প্রতিবেদক
এক নারীর সঙ্গে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার …

চালের দাম নিয়ন্ত্রণে নজরদারি চলছে: খাদ্য উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
অন্তর্বর্তী সরকারের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, …
