• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাঁশখালীতে ধর্ষণ মামলার আসামীসহ আটক ৪

   ৭ জুলাই ২০২৫, ০২:১৩ পি.এম.
ধর্ষণ মামলার আসামীসহ আটক ৪

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

বাঁশখালীতে বিশেষ অভিযানে ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত চার আসামিকে গ্রেফতার করা হয়েছে। 

রোববার (৬ জুলাই) পৃথক পৃথকভাবে অভিযানটি পরিচালনা করে তাদেরকে আটক করেছে পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলেন- ধর্ষণ মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত ও পরওয়ানাভূক্ত আসামি মাহমুদুর রহমান ওরফে মাহদু মাঝি (৫৬)। তিনি পশ্চিম পুইছড়ি এলাকার বাসিন্দা, পুলিশ তাকে চট্টগ্রাম শহর থেকে গ্রেফতার করে। পাঁচ মাসের সাজাপ্রাপ্ত আসামি মোঃ আতাউল করিম। তিনি বাঁশখালী পৌরসভার উত্তর জলদী, ভাদালিয়া এলাকার বাসিন্দা, জলদী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

২০২৪ সালের ৪ জুলাই চাম্বল এলাকায় সংঘটিত নাশকতার মামলার অন্যতম উপজেলা তাঁতী লীগের সাবেক সভাপতি, উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ জামাল উদ্দিন প্রকাশ জামাল মেম্বার (৩৬) তাকে বৈলছড়ি নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। ৩০ লিটার চোলাইমদসহ মাদক ব্যবসায়ী মোঃ শফিক আহমদ (৫২) কে গ্রেফতার করে পুলিশ। সে কোকদন্ডী এলাকার বাসিন্দা।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইফুল ইসলাম জানান, বিভিন্ন সাজা ও নাশকতা মামলার ৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দৌলতপুর আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, শিক্ষার্থীদের চরম দুর্ভোগ
দৌলতপুর আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, শিক্ষার্থীদের চরম দুর্ভোগ
বাঁশখালীতে ইয়াবা পাচারের সময় জামায়াত নেতাসহ আটক ২
বাঁশখালীতে ইয়াবা পাচারের সময় জামায়াত নেতাসহ আটক ২
ইউক্যালিপটাস ও আকাশমনি চারা নিধন
ইউক্যালিপটাস ও আকাশমনি চারা নিধন