• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

থানায় হামলা ঠেকানোর ব্যর্থতা সরকারের : মাহমুদুর রহমান

   ৫ জুলাই ২০২৫, ০৮:০৩ পি.এম.
দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের পটিয়া ও লালমনিরহাটের পাটগ্রামে থানায় হামলার ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশিষ্টজনরা। পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার তাগিদ দিয়েছেন তারা। এ ছাড়া পুলিশ বাহিনীতে দুই ধরনের নিয়োগ প্রক্রিয়া বাতিলের সুপারিশ করেছেন আলোচকরা। 

শনিবার (৫ জুলাই) সকালে প্রেস ক্লাবে পুলিশ সংস্কার নিয়ে গোলটেবিল বৈঠকে এসব বিষয় উঠে আসে।

জুলাই অভ্যুত্থানে পুলিশের ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনা হয়। পুলিশ সংস্কারে কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। গত ডিসেম্বরে প্রতিবেদনও জমা দিয়েছে কমিটি। কিন্তু পুলিশ বাহিনীতে এখনো কোনো সংস্কার হয়নি।

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেন, ‘লোকজন নিয়ে পুলিশকে পিটিয়ে ছিনিয়ে নিয়ে যাবেন, তাহলে তো এখানে কোনো রাষ্ট্রই নেই। রাষ্ট্র কোথায়? তাহলে এই ব্যর্থতা তো পুলিশের এবং সরকারের। আপনি ঠিক আছে, রাজনৈতিক দলকে আপনি যত ইচ্ছা দায়ী করতে পারেন বা বিরুদ্ধে কথা বলতে পারেন। কিন্তু সরকারকেই এর দায়িত্ব নিতে হবে।’

একজন আলোচক বলেন, ‘পুলিশের জন্য আসলে একটি আলাদা আইন প্রয়োজন। তাদের প্রমোশন, ট্রান্সফার, ছুটি এবং কর্মঘণ্টা। অন্তর্বর্তী সরকার আছে, এটাই অপূর্ব সুযোগ। এখনই তো পুলিশ সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছে, যে বাধাগুলো আছে এগুলো পার হয়ে যাওয়া। দলীয় সরকার যেন একটা দায়বদ্ধতায় পড়ে।’

অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী বলেন, ‘পুলিশের তো বুলেটই ব্যবহার করার কথা না। তাহলে পুলিশের কাছে কেন এমন সব অস্ত্র আছে, যেটা আমার যুদ্ধের সময় শত্রুকে ওয়ান ম্যান ওয়ান বুলেট চিন্তা করি, সেই অস্ত্র কেন পুলিশের কাছে থাকবে?’

এ সময় বিএনপি নেতা আজিজুল বারী হেলাল বলেন, ‘এমন একটা অস্বাভাবিক পরিবেশ তৈরি করেছিল শেখ হাসিনা এবং এখন শেখ হাসিনা এই বাহিনীটাকে গণশত্রুতে পরিণত করেছে। যতই একে গণশত্রুতে পরিণত করা হয়, পুলিশ ছাড়া তো কোনো দেশ চলে না।’

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে ১১ দেশ
রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে ১১ দেশ
সারাদেশে একযোগে ১৮৯ বিচারককে বদলি
সারাদেশে একযোগে ১৮৯ বিচারককে বদলি
দেশকে নারী বান্ধব করতে কাজ করছে সরকার : রিজওয়ানা হাসান
দেশকে নারী বান্ধব করতে কাজ করছে সরকার : রিজওয়ানা হাসান