• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আদানির সব বকেয়া পরিশোধ করেছে বাংলাদেশ

   ২ জুলাই ২০২৫, ০২:৩৩ পি.এম.
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক

ভারতের আদানি পাওয়ারের কাছে সব বকেয়া পরিশোধ করেছে বাংলাদেশ সরকার। চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত আদানির পাওনা ছিল এমন প্রায় ৪৩৭ মিলিয়ন ডলার, যা জুন মাসে এককালীন পরিশোধ করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এতে বাংলাদেশ-আদানির মধ্যে বিদ্যুৎচুক্তি এখন আর্থিক ও আইনি দিক থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।

বুধবার (২ জুলাই) ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস জানিয়েছে, এটি আদানি পাওয়ারের বাংলাদেশ থেকে পাওয়া এখন পর্যন্ত সবচেয়ে বড় এককালীন অর্থপ্রাপ্তি। এতদিন প্রতিষ্ঠানটি প্রতি মাসে গড়ে ৯০–১০০ মিলিয়ন ডলার করে পেত।

সূত্র জানায়, বকেয়া বিল, বিলম্ব ফি এবং অন্যান্য অতিরিক্ত খরচ মিটিয়ে দেওয়ার ফলে ঝাড়খণ্ডের গোড্ডা বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহে আর কোনো বাধা নেই। এখন থেকে দুইটি ৮০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিট বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চাহিদা অনুযায়ী চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

চুক্তি অনুযায়ী, ৩০ জুনের মধ্যে পরিশোধ করলে বিলম্ব সুদ মওকুফ করার কথা ছিল। সময়মতো পরিশোধ করায় বাংলাদেশ সেই সুবিধা পেয়েছে। একই সঙ্গে, ভবিষ্যতে বিল পরিশোধে শৃঙ্খলা আনতে সরকার ১৮০ মিলিয়ন ডলারের সমপরিমাণ একটি এলসি খুলেছে এবং বাকি অর্থের জন্য রাষ্ট্রীয় গ্যারান্টিও প্রদান করেছে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মুরগির দামে সামান্য স্বস্তি, গরু-খাসির বাজার স্থিতিশীল
মুরগির দামে সামান্য স্বস্তি, গরু-খাসির বাজার স্থিতিশীল
সূচক উর্ধ্বমুখী, তবে লেনদেনে ভাটা পুঁজিবাজারে
সূচক উর্ধ্বমুখী, তবে লেনদেনে ভাটা পুঁজিবাজারে
বাংলাদেশের রিজার্ভ-মূল্যস্ফীতিতে আইএমএফের সন্তোষ প্রকাশ
বাংলাদেশের রিজার্ভ-মূল্যস্ফীতিতে আইএমএফের সন্তোষ প্রকাশ