‘যুব সমাজের রাজনীতি নষ্টের চক্রান্ত রুখে দিতে হবে’


নিজস্ব প্রতিবেদক
জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেছেন, যুব সমাজের রাজনীতিকে নষ্ট করার চক্রান্ত চলছে। যুবশক্তি সেই চক্রান্ত নস্যাৎ করে দিয়ে তরুণ যুবকদের রাজনীতিতে আসার সুযোগ করে দিতে কাজ করছে। নতুন বাংলাদেশ বিনির্মাণে যুবশক্তির রাজনীতিই হবে আগামীর পথনির্দেশক।
শনিবার (২৮ জুন) রাজধানীর বাংলামোটরে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সারা দেশের সংগঠকদের নিয়ে অনুষ্ঠিত দ্বিতীয় সাধারণ সভায় এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি তারুণ্যনির্ভর সুস্থধারার সুরাজনীতি প্রতিষ্ঠিত করতে যুব সমাজের রাজনীতিকে নষ্ট করার চক্রান্ত রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় উপস্থিত ছিলেন, সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম, মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল, কেন্দ্রীয় ও সারা দেশ থেকে আসা আহ্বায়ক কমিটির সদস্যরা।
তরিকুল বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে যুবশক্তির রাজনীতিই হবে আগামীর পথনির্দেশক। তাই যুবকদের সৎ ও দক্ষ হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।
সাধারণ সভায় সংগঠনের রাজনৈতিক কার্যক্রম আরও ত্বরান্বিত করতে সংগঠকদের দিক নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি সাংগঠনিক গতি বাড়াতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় গৃহীত সিদ্ধান্ত
১। আহ্বায়ক ও সদস্য সচিব প্যানেল, মুখ্য ও যুগ্ম সংগঠক, যুব উন্নয়ন সমন্বয়ক ও যোগ্য সংগঠকদের নিয়ে ৪১ থেকে ৪৩ সদস্যের নির্বাহী কমিটি গঠন করা হবে।
২। অনুমোদিত কোড অব কনডাক্ট বা আচরণবিধি সব সদস্যকে অবশ্যই মেনে চলার নির্দেশ।
৩। কেন্দ্রীয় সদস্যদের জন্য নির্ধারিত এককালীন ও মাসিক চাঁদা জুলাই থেকে কার্যকর হবে।
ভিওডি বাংলা/ডিআর