• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম

জন্মসূত্রে মার্কিন নাগরিকত্বের রায় নিয়ে জটিলতা

   ২৮ জুন ২০২৫, ০১:১২ পি.এম.

আন্তর্জাতিক ডেস্ক: 

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন। এ রায় জন্মসূত্রে নাগরিকত্বের বিষয়টি নিয়ে সরাসরি কিছু বলেননি। তবু বিষয়টি নিয়ে দেশজুড়ে বড় ধরনের বিভ্রান্তি ও আইনি জটিলতা তৈরি হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।

আদালত এক ভোটের মধ্যমে শুক্রবার (২৭ জুন) রায় দিয়ে জানিয়েছেন, দেশের নিম্ন আদালতগুলো আর পুরো দেশের জন্য কোনো নিয়ম বা নিষেধাজ্ঞা জারি করতে পারবে না। কোনো আদালতে শুধু যেই মামলার রায় দেওয়া হচ্ছে, তার পক্ষেই সেই নিয়ম প্রযোজ্য হবে।

সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নীতির কার্যকর করেছেন। ওই নীতি অনুসারে, কিছু ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে জন্ম নিলেও কোনো কোনো শিশুরা আর যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাবে না।

সুপ্রিম কোর্টের রায়ের ফলে এখন থেকে এই নীতির প্রয়োগ রাজ্যভেদে ভিন্ন হতে পারে। উদাহরণ হিসেবে বলা যায়, বর্তমানে ২২টি রাজ্য ও ওয়াশিংটন ডিসিতে জন্মসূত্রে নাগরিকত্ব এখনো সুরক্ষিত, কিন্তু বাকি ২৮টি রাজ্যে এ নীতির ফলে শিশুর নাগরিকত্ব প্রশ্নবিদ্ধ হতে পারে।

লিবারাল বিচারপতিরা এ রায়ের বিরুদ্ধে তীব্র আপত্তি জানিয়েছেন। বিচারপতি কেটানজি ব্রাউন জ্যাকসন বলেন, ‘এই রায় ভবিষ্যতে আদালতের ক্ষমতাকে দুর্বল করতে পারে এবং সংবিধান অনুযায়ী জন্মসূত্রে নাগরিকত্বের অধিকারকে প্রশ্নের মুখে ফেলতে পারে।’

বিশেষজ্ঞরা বলছেন, এ রায় ভবিষ্যতে বড় একটি সাংবিধানিক সমস্যার কারণ হতে পারে। এখন থেকে এক রাজ্যে জন্ম নেওয়া শিশু নাগরিক হিসেবে স্বীকৃতি পাবে, আর অন্য রাজ্যে একই অবস্থায় জন্মানো শিশু তা পাবে না- এ ধরনের বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে।

রায়টি নাগরিকত্ব বাতিলের রাস্তা পুরোপুরি খুলে না দিলেও, আইনি লড়াই এখন অনেক কঠিন হয়ে গেল। এক রাজ্যে যদি কেউ এ নিয়ম চ্যালেঞ্জ করতে চায়, তাহলে আলাদাভাবে মামলা করতে হবে। তাই দেশের নাগরিকত্ব সংক্রান্ত ভবিষ্যৎ অনেকটাই রাজ্যভিত্তিক আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাকিস্তানের জাহাজে হামলা চালালো ইসরায়েল
পাকিস্তানের জাহাজে হামলা চালালো ইসরায়েল
দুর্নীতির অভিযোগে প্রমাণ চাইলো নেপালের সাবেক প্রধানমন্ত্রী
দুর্নীতির অভিযোগে প্রমাণ চাইলো নেপালের সাবেক প্রধানমন্ত্রী
তামিলনাড়ুতে বিজয়ের জনসভায় পদদলন, নিহত অন্তত ২০
তামিলনাড়ুতে বিজয়ের জনসভায় পদদলন, নিহত অন্তত ২০