• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম

কুমারখালীতে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেপ্তার

   ২৭ জুন ২০২৫, ০৩:১০ পি.এম.

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি:

কুষ্টিয়া কুমারখালীতে স্কুল পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসার শিক্ষক কে গ্ৰেপ্তার করে। জেল হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২৬ জুন) বিকালে কুমারখালী নন্দুলালপুর ইউনিয়নের দড়ি কোমলপুর  গ্ৰামে এই ঘটনা ঘটে।

এই ঘটনায় কুমারখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে । মাদ্রাসার শিক্ষক এর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই শিক্ষার্থী। মামলার পরিপ্রেক্ষিতে গ্ৰেপ্তার মাদ্রাসার শিক্ষককে শুক্রবার সকালে  আদালতে পাঠানো হয়।

অভিযুক্ত মাদ্রাসার শিক্ষক  সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার পাতা খালি গ্ৰামের মোসলেমউদ্দিন এর ছেলে আব্দুল করিম (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে বৃষ্টির মধ্যে স্কুল পড়ুয়া এক শিক্ষার্থীকে তার কক্ষে নিয়ে ধর্ষনের চেষ্টা করলে। শিক্ষার্থীর চিৎকারে আশপাশের লোকজন এসে দরজা ভেঙে তাকে উদ্ধার করে। এই সময় উত্তেজিত জনতা অভিযুক্তকে পিটুনি দিয়ে থানায় সোপর্দ করে।

অভিযুক্ত আব্দুল করিম দড়ি কোমলপুর দারুল সুন্না সালাফিয়া মাদ্রাসা ও দড়ি কোমলপুর আহলে হাদীস জামে মসজিদ এর ইমাম হিসেবে কর্মরত রয়েছে। 

ভুক্তভোগী বলেন, মাদ্রাসার সামনের সড়কে বৃষ্টির পানিতে গোসল করছিলাম। এ সময় হুজুর এক ছাত্রের মাধ্যমে তার কক্ষে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। আমি আসামির উপযুক্ত শাস্তির প্রত্যাশায় থানায় মামলা করেছি।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোলাইমান শেখ বলেন, এই ঘটনা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত আব্দুল করিমকে গ্ৰেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ভিওডি বাংলা/মোশারফ হোসেন/এম  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারার মধ্যেই অবরোধ চলছে
থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারার মধ্যেই অবরোধ চলছে
ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ
ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ
পুলিশ হেফাজতে নির্যাতন, ওসিসহ পুলিশের বিরুদ্ধে মামলা নির্দেশ
পুলিশ হেফাজতে নির্যাতন, ওসিসহ পুলিশের বিরুদ্ধে মামলা নির্দেশ