• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঢাবি ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারে নতুন সিদ্ধান্ত

   ২৫ জুন ২০২৫, ০৮:৪১ পি.এম.
ছবি: সংগৃহীত

ঢাবি প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে নতুন সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে আজ থেকেই টিএসসি ও ভিসি চত্বর এলাকায় সার্বক্ষণিক পুলিশের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি, ক্যাম্পাসের মূল সড়কগুলোতে প্রক্টরিয়াল টিমের সঙ্গে পুলিশের টহল অব্যাহত থাকবে।

বুধবার (২৫ জুন) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর।

বৈঠকে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা জোনের ডিসি মাসুদ আলমসহ আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা।

বৈঠকে ক্যাম্পাসের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়।

উল্লেখ্য, গত ১৬ জুন কাটাবনে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতির সময় তামিম (১৯) নামের একজনকে আটক করে পুলিশ। আদালতের মাধ্যমে তাকে একদিনের রিমান্ডে নেয়া হয় এবং বর্তমানে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। জানা যায়, তামিম ২১ নং ওয়ার্ডের সাবেক কমিশনার মো. আসাদুজ্জামানের অনুসারী।

এছাড়া, শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারের সামনে ককটেল সদৃশ বস্তু পাওয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তদন্ত কমিটি কাজ করছে। একইসঙ্গে, পুলিশও আলাদাভাবে তদন্ত পরিচালনা করছে এবং খুব শিগগিরই দায়ীদের গ্রেফতার করা হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

গতকাল মঙ্গলবার (২৪ জুন) ঢাবির রাজু ভাস্কর্য এলাকায় পটকা ফাটানোর ঘটনায় শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সিসিটিভি ফুটেজ পুলিশকে হস্তান্তর করা হয়েছে এবং পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্মিলিতভাবে অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারে কাজ করছে।

এদিন আরও একটি পৃথক বৈঠকে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ও ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী ক্যাম্পাসের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে সিদ্ধান্ত নেন।

এদিকে, ঢাবি শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের তদন্ত কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং অচিরেই চার্জশিট দেয়া হবে বলে জানিয়েছে পুলিশ। একইসঙ্গে, ঢাবির ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়াও এগিয়ে চলেছে। পিবিআই তদন্তকাজ প্রায় শেষ করেছে এবং আগামী ২৪ জুলাই এই মামলার শুনানি অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে জনসংযোগ দফতর।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডাকসু নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিলেন সাবেক ছাত্রলীগ নেতা
ডাকসু নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিলেন সাবেক ছাত্রলীগ নেতা
ডাকসুর মনোনয়ন ফরম বিতরণ শুরু
ডাকসুর মনোনয়ন ফরম বিতরণ শুরু
ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ শুরু কাল
ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ শুরু কাল