• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কিশোরগঞ্জে তিন দিনব্যাপী ফল মেলা শুরু

   ২৫ জুন ২০২৫, ১২:৫৬ পি.এম.

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই” স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জে তিন দিনব্যাপী ফল মেলা শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৫ জুন) সকাল ১০টায় জেলা কৃষি সম্প্রসারণ অফিস চত্বরে মেলার উদ্বোধন করা হয়। এবার ফল মেলায় মোট ৮টি স্টল রয়েছে।

ফিতা কেটে মেলার উদ্বোধন করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান। পরে মেলায় বিভিন্ন ফলের স্টল পরিদর্শন করেন অতিথিরা। পরিদর্শন শেষে জেলা কৃষি সম্প্রসারণ অফিসের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. মো: সাদিকুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক মিজাবে রহমতসহ প্রশাসনের কর্মকর্তারা।

জেলার ১৩টি উপজেলার কৃষি অফিসসহ হর্টিকালচার সেন্টার মেলায় অংশ গ্রহণ করে। স্টলগুলোতে দেশি বিদেশি বিভিন্ন জাতের ফল রয়েছে। তার মধ্যে কাঁঠাল, মাল্টা, জাম, আনারস, ড্রাগন, লটকন, আমলকি, বেল, কলা, পেয়ারা, ডেউয়া, জাম্বুরা, তালসহ বিভিন্ন প্রকারের ফল রয়েছে। শুক্রবার এই ফলমেলা শেষ হবে।

ভিওডি বাংলা/মোঃ ওমর সিদ্দিক রবিন/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাঁশখালীতে সামাজিক সংগঠন একতাবন্ধন কতৃক কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
বাঁশখালীতে সামাজিক সংগঠন একতাবন্ধন কতৃক কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
পাংশায় বজ্রপাতে নিহত দুই পরিবারকে সরকারি অর্থ সহায়তা প্রদান
পাংশায় বজ্রপাতে নিহত দুই পরিবারকে সরকারি অর্থ সহায়তা প্রদান
নলছিটি পৌর শ্রমিক দলের ওয়ার্ড কমিটি ও আলোচনা সভা
নলছিটি পৌর শ্রমিক দলের ওয়ার্ড কমিটি ও আলোচনা সভা