• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম

নোবেল প্রসঙ্গে পারশা

ধর্ষকের সঙ্গে বিয়ে কখনোই ন্যায়বিচার হতে পারে না

   ২১ জুন ২০২৫, ০৭:০৪ পি.এম.

নিজস্ব প্রতিবেদক: 

কিছুদিন আগে এক নারী মাঈনুল আহসান নোবেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন। সেই নারীর করা মামলায় গ্রেপ্তার হয়ে গত ২০ মে থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন নোবেল। 

এদিকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার গায়ক নোবেলের এক আবেদনের প্রেক্ষিতে মামলার সেই বাদীকে বিয়ে করার অনুমতি দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার। 

এরপর আদালতের নির্দেশে গত বৃহস্পতিবার দুপুরে কারা ফটকে নোবেলের সঙ্গে ধর্ষণ মামলার বাদী ইসরাত জাহান প্রিয়ার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

কারা ফটকে অনুষ্ঠিত নোবেল ও সেই নারীর বিয়েতে সাক্ষী হিসেবে দুজনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নাজমা হোসেন, সাবিহা তারিন, খলিলুর রহমান ও সাদেক উল্লাহ ভূঁইয়া। নোবেলের এবারের বিয়ের দেনমোহর ১০ লাখ টাকা ধরা হয়েছে।

এদিকে ধর্ষণ মামলার আসামি নোবেলের সঙ্গে বাদীর কারাগারেই বিয়ে হওয়ার বিষয়টি মোটেও ভালোভাবে নিচ্ছেন না কেউ কেউ। এ নিয়ে সোশ্যালে অনেকেই নিজের মতামত জানিয়েছেন।

এ নিয়ে প্রতিবাদ জানিয়েছেন এ সময়ের দর্শকপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণি। কারাগারে নোবেলের বিয়ের সংবাদের ফটোকার্ড শেয়ার করে প্রতিবাদ জানিয়ে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ধর্ষণের শিকার নারীকে তার ধর্ষকের সঙ্গে বিয়ে করতে বাধ্য করা কখনোই ন্যায়বিচার হতে পারে না! এটা আসলে প্রাতিষ্ঠানিক নিষ্ঠুরতার এক নগ্ন উদাহরণ। এমন রায় কোনো আদালতের রায় হতে পারে না—এটা নৈতিকতা ও আইনের সম্পূর্ণ ভগ্নদশার প্রতিচ্ছবি।

পারশা আরো লেখেন, একজন বেঁচে থাকা নারীর সুস্থতা বা পুনরুদ্ধার কখনোই তার নির্যাতকের সঙ্গে তথাকথিত ‘পারস্পরিক সম্মতি’র মাধ্যমে জুড়ে দেওয়া উচিত নয়।

এ ধরনের রায় প্রমাণ করে, আমাদের বিচারব্যবস্থা কতটা পিতৃতান্ত্রিক ও দুর্নীতিগ্রস্ত। এখানে শাস্তির বদলে রক্ষাকবচ খোঁজা হয়, আর ট্রমাকে ঐতিহ্যের মোড়কে ঢেকে ফেলা হয়।

তার ভাষ্যে, এ ধরণের রায় শুধু একজন নারীকে ব্যর্থ করে না, এটি সব ধর্ষণ-নির্যাতনের শিকারদের উদ্দেশে এক ভয়ংকর বার্তা দেয়—তাদের যন্ত্রণা নাকি দর-কষাকষির বস্তু!

সর্বশেষ এই গায়িকা-অভিনেত্রী বলেন, ‘ন্যায়বিচার তখনই সত্যিকার হয়, যখন তা মর্যাদার ওপর ভিত্তি করে গড়ে ওঠে—সহিংসতার সঙ্গে আপস করে নয়।’

প্রসঙ্গত, ইডেন কলেজের এক ছাত্রীর করা ধর্ষণ মামলায় গত ২০ মে থেকে কারাগারে বন্দি নোবেল। এই গায়কের বিরুদ্ধে অভিযোগ, সেই নারীকে সাত মাস ধরে একটি বাসায় আটকে রেখে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করেছেন তিনি।

এই মামলায় গ্রেপ্তার হয়ে আদালতের রায়ে বর্তমানে কারাগারেই আছেন নোবেল।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে কড়া বার্তা দিলেন হাসনাত
ফেসবুকে কড়া বার্তা দিলেন হাসনাত
কড়া হুঁশিয়ারি দিয়ে ফেসবুকে যে বার্তা দিলেন সারজিস
কড়া হুঁশিয়ারি দিয়ে ফেসবুকে যে বার্তা দিলেন সারজিস
নুরের শারীরিক অবস্থা জানিয়ে জরুরি বার্তা
নুরের শারীরিক অবস্থা জানিয়ে জরুরি বার্তা