আদিবাসীদের অধিকার নিশ্চিতে অনিহা দেখা যাচ্ছে- ইফতেখারুজ্জামান


নিজস্ব প্রতিবেদক
জুলাই আন্দোলনের পর যে সম্ভাবনা তৈরি হয়েছে তাতে সকলের অধিকার নিশ্চিতের কথা বলা হয়েছে। কিন্তু সেখানে আদিবাসীদের অধিকার নিশ্চিতের ক্ষেত্রে অনিহা দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন দুদক সংস্কার কমিশনের প্রধান ও টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
শুক্রবার (২০ জুন) সকালে বাংলাদেশ সাম্প্রতিক পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতি ও পার্বত্য চুক্তি যথাযথ বাস্তবায়নে করণীয় শীর্ষক আদিবাসী ফোরামের আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, সংস্কার কমিশনে আদিবাসীদের দীর্ঘদিনের দাবি সংবিধানিক স্বীকৃতি দেয়া সম্ভব হয় নি। তবে সাধারণ মানুষের মধ্যে আদিবাসীদের অধিকার স্বীকৃতির ক্ষেত্রে ঐকমত্য আছে।
বাংলাদেশ সেনাবাহিনী কেন নিজের দেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না সে প্রশ্ন করে ইফতেখারুজ্জামান বলেন, শান্তি প্রতিষ্ঠা ও সমঝতায় যা প্রয়োজনীয় ব্যবস্থা সেনাবাহিনীকে নিতে হবে।
আলোচনা সভায় রাষ্ট্রীয় নানা নীতিমালায়, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায়, মূলধারার রাজনৈতিক চরিত্রে, সাহিত্যে, আর্থ-সামাজিক কাঠামোতে এবং নানা পরিসরে আদিবাসীদেরকে ‘বাঙালিকরণ’ না হয় ‘অ-জনকরণের’ ব্যবস্থা যেন আর করা না হয় সে দাবিও করেন বক্তারা।
ভিওডি বাংলা/ এমএইচ
পুলিশের আরও ৪ কর্মকর্তা বরখাস্ত
বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় চাকরি হারিয়েছেন পুলিশের আরও চার …

‘নৌকা’ থাকছে, অন্তর্ভুক্ত হচ্ছে না ‘শাপলা’: ইসি
নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হলেও নির্বাচন কমিশনের (ইসি) প্রতীকের …
