কবর থেকে নারীর লাশ উধাও মিলল জঙ্গলের পাশে


কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের করিমগঞ্জে নোয়াবাদ ইউনিয়নের কুমুরিয়া গ্রামে দাফনের ১ দিন পর কবর থেকে শতবর্ষী এক নারীর মরদেহ গায়েব হয়ে যায়। পরে বৃহস্পতিবার (১৯ জুন) সকালে একই গ্রামের দুলাল মিয়ার বাড়ির জঙ্গলের পশ্চিম পাশে কৃষি জমিতে অক্ষত অবস্থায় মরদেহটি পাওয়া যায়। চাঞ্চল্যকর এ ঘটনা দেখতে কুমুরিয়া গ্রামে হাজার হাজার উৎসুক জনতা ভিড় করছেন।
কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়নের কুমুরিয়া গ্রামের মৃত আনছার আলীর মেয়ে ও মৃত বদির উদ্দিন এর স্ত্রী মৃত চানবানু মারা যায় ১৮ জুলাই (বুধবার ) দুপুর ২টায়।
স্থানীয়রা বলছেন, মৃত চানবানু ১৮ জুন( বুধবার) বাদ মাগরিব ডুমুরিয়া কবরস্থানে মুসলিম রীতিনীতি মেনে যথানিয়মে তাকে দাফন করা হয়। সকালে তার আত্মীয় এসে দেখে কবরে লাশ নেই। অনেক খোঁজাখুঁজির পর হাফ কিলোমিটার দূরে দুলাল মিয়ার বাড়ির পশ্চিম পাশে কৃষি জমিতে লাশ অক্ষত অবস্থায় পড়িয়া থাকতে দেখে এলাকাবাসী।
করিমগঞ্জ থানার ওসি তদন্ত কর্মকর্তা নয়ন কারকুন বলেন, গতকালকের দাফন করা একটি লাশ কবর থেকে উঠিয়ে প্রায় অর্ধ কিলোমিটার দূরে কে বা কারা লাশটি রেখে চলে যায়। আমরা ঘটনাস্থলে যথাসময়ে পৌঁছিয়ে লাশের খোঁজ করি এবং ঘটনার কারণ অনুসন্ধান করার চেষ্টা করি। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, বিভিন্ন মেডিকেলে হাড়গুড় সরবরাহ করার জন্য কোনো চক্র আবার সক্রিয় হয়ে গেল কিনা আমরা এই দিকটায় আপাতত চিন্তা করতেছি। কারণ এই মহিলা বা এই মহিলার পরিবারের সঙ্গে কারো ব্যক্তিগত কোনো ধন্ধের সন্ধান পাওয়া যায়নি।
ভিওডি বাংলা/মোঃ ওমর সিদ্দিক রবিন/এম
আগামীকাল মোঃ ইসমাইল হোসেন এর ১১ম মৃত্যুবার্ষিকী
গাজীপুর জেলার শ্রীপুরের বিশিষ্ট সমাজসেবক মোঃ ইসমাইল হোসেন এর ১১ম …

করিমগঞ্জে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩২
কিশোরগঞ্জের করিমগঞ্জে চলন্ত মোটরসাইকেলের চাকা থেকে শরীরে কাঁদা ছিটে যাওয়াকে …

ফ্রেন্ডশিপ সোসাইটি বাঁশখালী পৌরসভার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
চট্টগ্রামের বাঁশখালীতে ফ্রেন্ডশিপ সোসাইটি পৌরসভার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
…