• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী মানুষের পশুত্ব বর্জনই হোক সবার অঙ্গীকার : তারেক রহমান টানা ৪ দিনের ছুটি মিলছে সরকারি কর্মচারীদের

জামায়াতের কর্মীসভা ছাত্রলীগ নেতা, ছবি ভাইরাল

   ১৮ জুন ২০২৫, ০২:৪৯ পি.এম.

সিরাজগঞ্জ প্রতিনিধি: 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জামায়াতে ইসলামীর কর্মীসভায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একজন নেতার অংশগ্রহণ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। কর্মিসভাটি অনুষ্ঠিত হয় ১২ জুন। তবে সভায় ওই ছাত্রলীগ নেতার উপস্থিতির ছবিটি মঙ্গলবার ভাইরাল হয়।

বুধবার (১৮ জুন) এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা গুঞ্জন।

জানা যায়, উল্লাপাড়া উপজেলার সদর ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের উদ্যোগে বজ্রাপুর বাজারে কর্মীসভার আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খাঁন।

ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, সভায় অতিথিদের পাশেই উপস্থিত ছিলেন উল্লাপাড়া সদর ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন। তিনি বজ্রাপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে। তার রাজনৈতিক পরিচিতি এবং অতীতে ছাত্রলীগের সঙ্গে সক্রিয় সম্পৃক্ততার কারণে বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা গুঞ্জন।

বিষয়টি নিয়ে জানতে চাইলে জাকারিয়া হোসেন বলেন, আমার বাবা ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত ইসলামীর রোকন এবং পল্টন থানার কর্মপরিষদের সদস্য। ঈদের সময় বাড়িতে এসে আমাকে ওই কর্মীসভায় নিয়ে যান। আমি ছাত্রলীগ করেছি ঠিকই, তবে বর্তমানে কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নই এবং কখনও শিবিরে যোগ দেইনি।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ জেলা সদস্য সচিব মেহেদী হাসান বলেন, একজন সাবেক ছাত্রলীগ নেতার জামায়াতের মঞ্চে দেখা যাওয়া রাজনৈতিক আদর্শ ও নৈতিকতার চরম বিপর্যয়। এ ধরনের রাজনৈতিক আচরণের তীব্র প্রতিবাদ জানাই।

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান আলি বলেন, জাকারিয়া জামায়াতে যোগ দিয়েছেন কি না সে বিষয়ে আমি কিছু জানেন না।

উল্লেখ্য, ২০২০ সালের ১৮ সেপ্টেম্বর উপজেলা ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক আল-মাহমুদ সরকারের অনুমোদিত কমিটিতে জাকারিয়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান। দীর্ঘদিন স্থানীয় ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত ছিলেন এবং আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্য তানভীর ইমামের সঙ্গেও ছিল ভালো সম্পর্ক। অভিযোগ রয়েছে, গত ৫ আগস্টের সরকার পতনের পর থেকে তিনি জামায়াতপন্থীদের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করেছেন।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ
পুরোনো দুর্গ ফিরে পেতে মরিয়া বিএনপি
পুরোনো দুর্গ ফিরে পেতে মরিয়া বিএনপি
প্রয়াত সাংবাদিক আরিফিন তুষারের পরিবারের পাশে রহমাতুল্লাহ
প্রয়াত সাংবাদিক আরিফিন তুষারের পরিবারের পাশে রহমাতুল্লাহ