• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা

৭০ অনুচ্ছেদের দুই দিকেই ঐকমত্য: সালাহউদ্দিন

   ১৭ জুন ২০২৫, ০৪:৩১ পি.এম.
ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক
জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে সংবিধানের ৭০ অনুচ্ছেদের দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো। মঙ্গলবার (২৭ জুন) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংলাপের দ্বিতীয় পর্বের মুলতবি অধিবেশনের বিরতিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আস্থা ভোট ও অর্থ বিল-এই দুই বিষয়ে সাংসদদের দলীয় সিদ্ধান্ত মানতে হবে। তবে অন্য যেকোনো বিষয়ে তারা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন।’

তিনি আরও বলেন, এই দুটি বিষয় ‘জাতীয় সনদ’-এ উল্লেখ থাকবে এবং সব দলের স্বাক্ষর থাকবে।

বিএনপি নেতা জানান, জাতীয় নিরাপত্তা বা যুদ্ধ পরিস্থিতির মতো ইস্যুতে সাংসদদের স্বাধীনতা না থাকাও প্রস্তাবিত হয়েছে, যা ভবিষ্যতে সংযুক্ত হতে পারে। ক্ষমতায় এলে দলগুলো বাকি বিষয়গুলোও সনদে যুক্ত করবে বলে জানান তিনি।

সংলাপে সংসদীয় স্থায়ী কমিটি নিয়েও সিদ্ধান্ত হয়েছে। সালাহউদ্দিন আহমেদ বলেন, পাবলিক অ্যাকাউন্টস, প্রিভিলেজ, ইস্টিমেশন এবং পাবলিক আন্ডারটেকিং কমিটির মতো গুরুত্বপূর্ণ কমিটিগুলোর সভাপতির পদ বিরোধী দল পাবে, আসন অনুসারে।

নারীদের জন্য সংরক্ষিত ১০০ আসন রাখার বিষয়েও অংশগ্রহণকারীরা একমত হয়েছেন বলে জানান তিনি। তবে এই আসন বণ্টন ও নির্বাচন পদ্ধতি নিয়ে এখনও আলোচনা চলছে।

সংসদীয় সংস্কার ও সংবিধান সংশোধন সংক্রান্ত আলোচনায় বিরোধী দলের অংশগ্রহণ নিশ্চিত করতে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য গড়ে উঠেছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। আজ মঙ্গলবার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সংবিধান সংশোধনী নিয়ে ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক বিরতির মাঝে এসে সাংবাদিকদের তিনি একথা জানান।

তিনি জানান, সংবিধানের ৬৯ অনুচ্ছেদ সংশোধন নিয়ে চলমান আলোচনায় সব দল দুটি বিষয়ে একমত হয়েছে। আস্থা ভোট ও অর্থ বিল। এই দুই বিষয়ে সংসদ সদস্যদের দলীয় অবস্থান অনুসরণ করতে হবে। তবে এসব বাদে অন্যান্য বিষয়ে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন। বিষয়টি জাতীয় সনদে স্পষ্টভাবে উল্লেখ থাকবে এবং এতে সংশ্লিষ্ট সব দলের সই থাকবে বলেও তিনি জানান।

সালাহ উদ্দিন আহমেদ বলেন, বিএনপির পক্ষ থেকে একটি অতিরিক্ত লিখিত প্রস্তাব দেওয়া হয়েছে, যেখানে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ না রাখার সুপারিশ করা হয়েছে। এই প্রস্তাব এখনও আলোচনার পর্যায়ে রয়েছে। বিএনপি দায়িত্বপ্রাপ্ত হলে এই বিষয়টি সংযুক্ত করার সুযোগ থাকবে।

সালাহ উদ্দিন আহমেদ বলেন, বিএনপির পক্ষ থেকে একটি অতিরিক্ত লিখিত প্রস্তাব দেওয়া হয়েছে, যেখানে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ না রাখার সুপারিশ করা হয়েছে। এই প্রস্তাব এখনও আলোচনার পর্যায়ে রয়েছে। বিএনপি দায়িত্বপ্রাপ্ত হলে এই বিষয়টি সংযুক্ত করার সুযোগ থাকবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ষড়যন্ত্রকারীরা গণতন্ত্রকে রুখতে পারবে না : গয়েশ্বর
ষড়যন্ত্রকারীরা গণতন্ত্রকে রুখতে পারবে না : গয়েশ্বর
বাংলাদেশের নির্বাচনের সময়ক্ষেপণের ষড়যন্ত্র চলছে : মালেক
বাংলাদেশের নির্বাচনের সময়ক্ষেপণের ষড়যন্ত্র চলছে : মালেক
প্রধান উপদেষ্টা জাতিসংঘে পিকনিক করতে গেছেন: মেজর হাফিজ
প্রধান উপদেষ্টা জাতিসংঘে পিকনিক করতে গেছেন: মেজর হাফিজ