• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো ইবি শিক্ষার্থী রাশেদুল

   ১৬ জুন ২০২৫, ০২:৩১ পি.এম.

ইবি প্রতিনিধি:

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে বাস-ট্রাকের সংঘর্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাশেদুল ইসলাম নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের আল ফিকহ এন্ড ল বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুর রাজ্জাক ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের আবু নাইম-সহ আরো কয়েকজন যাত্রী আহত হয়েছে।

সোমবার (১৬ জুন) সকাল ৭ টার দিকে কুষ্টিয়ার বিত্তিপাড়া এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত রাশেদুল ইসলাম জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার মো. সেলিম উদ্দিনের ছেলে। গত রাতে ট্রেনে করে জয়পুরহাট থেকে পোড়াদহ স্টেশনে আসেন। সেখান থেকে কুষ্টিয়া গিয়ে শ্যামলী পরিবহনে উঠে ক্যাম্পাসের দিকে আসছিলেন। আসার সময় তিনি বাসের ইঞ্জিন কাভারে বসেছিলেন। বিত্তিপাড়া এলাকায় বাসটির সঙ্গে একটি ট্রাকের ধাক্কা লাগে। ইঞ্জিন কাভারে বসার কারণে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে বাস থেকে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, “ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই হাসপাতালে এসেছি। ওর বিভাগের শিক্ষকরাও এখানে উপস্থিত। ডেথ সার্টিফিকেট সংগ্রহ শেষে লাশ পরিবারের কাছে পাঠানো হবে।”

ভিওডি বাংলা/মো. সামিউল ইসলাম/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঝালকাঠির শ্রেষ্ঠ যুব সংগঠক পুরস্কার পেলেন আরিফুর রহমান
ঝালকাঠির শ্রেষ্ঠ যুব সংগঠক পুরস্কার পেলেন আরিফুর রহমান
উলিপুরে অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ীকে জরিমানা
উলিপুরে অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ীকে জরিমানা
পাবিপ্রবি শিক্ষকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
পাবিপ্রবি শিক্ষকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত