• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কুড়িগ্রামে নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

   ১৫ জুন ২০২৫, ০৭:০৩ পি.এম.

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ফুলকুমার নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৫ জুন) বেলা ১১টার দিকে উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের পশ্চিম রায়গঞ্জ বালাবাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হল—ইব্রাহীম আলী (৮) ও তাবাসসুম (৯)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাইবোন। ইব্রাহীম আলী পশ্চিম রায়গঞ্জ এলাকার আজিজুর রহমানের ছেলে এবং তাবাসসুম একই এলাকার আব্দুর রহমানের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইব্রাহীম, তাবাসসুম এবং প্রতিবেশী আল-আমিনের ছেলে মাহাবুর রহমান মিলে বাড়ির পাশে ফুলকুমার নদীতে জাল দিয়ে মাছ ধরতে যায়। এ সময় অসাবধানতাবশত তারা নদীর এক গভীর খালে পড়ে যায়। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করে এবং মাহাবুরকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়।

অবশ্য আধা ঘণ্টা পর উদ্ধার হয় তাবাসসুমকে। তাকে তাৎক্ষণিকভাবে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর আরও ঘণ্টাখানেকের প্রচেষ্টায় উদ্ধার হয় ইব্রাহীম আলীর নিথর দেহ।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্থানীয়ভাবে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। শিশুদ্বয়ের অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের মাতম।

ভিওডি বাংলা/মোঃ মশিউর রহমান বিপুল /এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাঁশখালীতে সামাজিক সংগঠন একতাবন্ধন কতৃক কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
বাঁশখালীতে সামাজিক সংগঠন একতাবন্ধন কতৃক কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
পাংশায় বজ্রপাতে নিহত দুই পরিবারকে সরকারি অর্থ সহায়তা প্রদান
পাংশায় বজ্রপাতে নিহত দুই পরিবারকে সরকারি অর্থ সহায়তা প্রদান
নলছিটি পৌর শ্রমিক দলের ওয়ার্ড কমিটি ও আলোচনা সভা
নলছিটি পৌর শ্রমিক দলের ওয়ার্ড কমিটি ও আলোচনা সভা