ঈদের দাওয়াতে না যাওয়ায় জামাইকে পেটাল শ্বশুরবাড়ির লোকজন


জামালপুর প্রতিনিধি
ঈদের দাওয়াতে না যাওয়ায় বাড়িতে এসে জামাইকে পিটিয়ে আহত করেছে শ্বশুরবাড়ির লোকজন। এ সময় তাদের বাধা দিতে গেলে জামাইয়ের ভগ্নিপতি ও মাকেও পিটিয়ে আহত করা হয়েছে। জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার দক্ষিণ কাঠারবিল গ্রামে এ ঘটনা ঘটে।
বুধবার এ ব্যাপারে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে দেওয়ানগঞ্জ মডেল থানায় অভিযোগ করেছেন জামাইয়ের ভগ্নিপতি।
উপজেলার দক্ষিণ কাঠারবিল গ্রামের সুরুজ আলীর ছেলে সাকোয়াত হোসেনের সঙ্গে তিন বছর আগে একই গ্রামের আইয়ুব আলীর মেয়ের বিয়ে হয়। তাদের একটি সন্তান রয়েছে।
ঈদুল আজহায় শ্বশুরবাড়ির লোকজন জামাইবাড়ি এসে জামাই সাকোয়াতকে দাওয়াত দেয়। ঈদের দাওয়াতে জামাই শ্বশুরবাড়িতে না যাওয়ায় শ্বশুরবাড়ির লোকজন ক্ষুব্ধ হন। বিষয়টি তারা অপমানিত বোধ করেন।
ঈদের দুদিন পর জামাইয়ের বাড়িতে এসে না যাওয়ার বিষয়ে জানতে চান এবং জামাইকে মারধর করা হয়। মারপিটের সময় তার ভগিনীপতি বাধা দিলে তাকেও পিটিয়ে আহত করা হয়।
জামাই সাকোয়াত হোসেন বলেন, শ্বশুরবড়ির লোকজন ভালো না। এর আগেও আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে। এ কারণে শ্বশুরবাড়িতে যাইনি। শুধু মারধরই করেনি বাড়ি-ঘরও ভাঙচুর করেছে।
হাতিভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, বিষয়টি লজ্জাজনক। স্থানীয়ভাবে বসে আমরা সমাধানের চেষ্টা করব।
দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি নাজমুল হাসান জানান, বুধবার এ বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
ভিওডি বাংলা/ডিআর
কুড়িগ্রামে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
কুড়িগ্রাম প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে কটূক্তি, অপপ্রচার …

ফুটপাতের ড্রেনের ঢাকনা গয়েব, ঝুঁকিতে পথচারীরা
রাজশাহী ব্যুরো
রাজশাহী কলেজ হিন্দু ছাত্রবাসের সামনে থেকে যাদুঘর মোড় …

কুমারখালীতে জমি দখলে নিতে বাড়িঘরে হামলার অভিযোগ
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়া কুমারখালীতে বিরোধপূর্ণ জমি দখলে নিতে বাড়িঘরে …
