• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে: সালাহউদ্দিন

   ৯ জুন ২০২৫, ০৭:৫৭ পি.এম.
ছবি: সংগৃহীত

কেক্সবাজার প্রতিনিধি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানে গণতন্ত্রের ঠিকানা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলকে নেতৃত্ব দিচ্ছেন। তার নেতৃত্বেই বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। তাই দেশে যাতে আর ফ্যাসিবাদী শক্তির জন্ম না হয়, সে জন্য বিএনপিসহ সব জাতীয়তাবাদী গণতান্ত্রিক শক্তিকে সতর্ক থাকতে হবে বলে নেতাকর্মীদের সর্তক থাকার নির্দেশ দেন।

সোমবার (৯ জুন) বিকেলে কক্সবাজারের পেকুয়া উপজেলায় বিএনপির নবনির্মিত কার্যালয় উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশে ফ্যাসিবাদী আওয়ামী লীগের একদলীয় শাসনের অবসান হলেও তারা দেশে ও বিদেশে বসে নানা ষড়যন্ত্র করছে। তারা বিভিন্ন উসকানিমূলক বক্তব্য দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার পায়তারা করছে। এই ষড়যন্ত্র মোকাবেলায় সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি আরও বলেন, বিএনপি দেশে যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে চায়।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্ত্রীর স্মৃতিচারণে যেমন ছিলেন শফিউল বারী বাবু
স্ত্রীর স্মৃতিচারণে যেমন ছিলেন শফিউল বারী বাবু
গোটা জাতি হাসিনার বিচার চায়- মির্জা ফখরুল
গোটা জাতি হাসিনার বিচার চায়- মির্জা ফখরুল
নির্বাচন পিছিয়ে দিতে সরকার একাধিক ষড়যন্ত্র করছে: আবদুস সালাম
নির্বাচন পিছিয়ে দিতে সরকার একাধিক ষড়যন্ত্র করছে: আবদুস সালাম