অন্তর্বর্তী সরকারকে দুলু
নির্বাচন নিয়ে আর ষড়যন্ত্র-চক্রান্ত কইরেন না


নাটোর প্রতিনিধি
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেছেন, আমাদের নেতা তারেক রহমান বলেছেন- সম্ভাব্য সময় ডিসেম্বরের ভেতর ভোট হলে ভালো হয়। আমরা চাই আপনারা নতুন করে বিবেচনা করেন। নির্বাচন নিয়ে আর ষড়যন্ত্র-চক্রান্ত কইরেন না। দেশের মানুষ আর সহ্য করবে না। ২০ বছর ধরে মানুষ ক্লান্ত হয়ে গেছে শুধু একটা ভোটের জন্য।
রোববার (৮ জুন) বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার ব্রক্ষপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে সড়কুতিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক জনসভায় তিনি এসব কথা বলেন।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, যে সময় নির্বাচনের কথা বলা হচ্ছে সে সময় নির্বাচনের সঠিক সময় নয়। তখন রমজান মাস এবং বৃষ্টিপাত হতে পারে। তাই এমন একটা সময় ভোট দেন যখন উৎসবমুখর পরিবেশে মানুষ ভোটকেন্দ্রে যাবে।
তিনি বলেন, বিএনপিতে সন্ত্রাসীদের স্থান নেই। আর আওয়ামী লীগের গত ১৫ বছর যারা প্রকাশ্য দিবালোকে মিছিল করে লাল পতাকার নামে মানুষকে হত্যা করতো, তাদেরকে পুরস্কৃত করতো, গত ১৫ বছর যারা নাটোর অঞ্চলে সন্ত্রাসী তাণ্ডব চালিয়েছে আমি বেঁচে থাকতে তাদের স্থান এই নাটোরে আর হবে না।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দুলুর স্ত্রী সাবিনা ইয়াসমিন ছবি, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা বিএনপির সদস্য সাখাওয়াত হোসেন, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল প্রমুখ।
ভিওডি বাংলা/ডিআর
দুই ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তী সরকারের …

মেহরিন চৌধুরীর পরিবারকে সমবেদনা জানাল বিএনপি
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত …

এক বাক্সে ভোট দেওয়ার সিদ্ধান্তে একমত ইসলামী দলগুলো
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী দলগুলো একটি বাক্সেই ভোট দেবে—এমন …
