• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী মানুষের পশুত্ব বর্জনই হোক সবার অঙ্গীকার : তারেক রহমান টানা ৪ দিনের ছুটি মিলছে সরকারি কর্মচারীদের

পল্লবীতে ঈদের নামাজ আদায় ও শুভেচ্ছা বিনিময় আমিনুল হকের

   ৭ জুন ২০২৫, ১২:১৬ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ঈদুল আজহার নামাজ আদায় ও শুভেচ্ছা বিনিময় করেছেন রাজধানীর পল্লবীতে নিজ নির্বাচনী এলাকার জনগণের সঙ্গে।

শনিবার (৭ জুন) সকালে পল্লবীর ২ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টার ঈদগাহ মাঠে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে ঈদের নামাজে অংশ নেন তিনি। নামাজ শেষে আমিনুল হক নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

এসময় ঈদের তাৎপর্য তুলে ধরে আমিনুল হক বলেন, 'ঈদুল আজহা যেমন মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব, তেমনি এটি সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এ উৎসব পরিবার ও সমাজে বন্ধনকে আরও দৃঢ় করে।'

সাবেক এই সংসদ সদস্য বলেন, 'ফ্যাসিবাদমুক্ত একটি বাংলাদেশ গঠনে আমাদের সংগ্রাম অব্যাহত রয়েছে। আমি আপনাদের একজন প্রতিনিধি হিসেবে, ধানের শীষের একজন প্রতিনিধির দায়িত্বে, একটি মানবিক ও ন্যায়ের সমাজ প্রতিষ্ঠায় সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।'

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের রাজনৈতিক পরিবেশ শুদ্ধ ও পরিচ্ছন্ন করার প্রত্যয় ব্যক্ত করেছেন। 'আমরা এমন একটি রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে চাই, যেখানে কোনো স্বৈরাচার জন্ম নেবে না,'—যোগ করেন আমিনুল হক।

দেশের মানুষের প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'যদি আমরা এক থাকি, তবে ইনশাআল্লাহ সব ষড়যন্ত্র প্রতিহত করে শান্তিপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে সক্ষম হবো। প্রতিটি এলাকা, প্রতিটি সমাজ হবে গণতন্ত্র ও শান্তির প্রতীক।'

তিনি দাবি করেন, '১৭ বছরের আন্দোলনের ফলে আমরা স্বৈরাচারী শেখ হাসিনার শাসন থেকে মুক্ত হয়েছি। আমরা গণতন্ত্রের দোরগোড়ায় পৌঁছেছি। তবে এখনও একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার অপেক্ষা রয়ে গেছে। গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে, যখন জনগণের ইচ্ছাই হবে সরকারের ভিত্তি।'

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে গণতন্ত্র অনিশ্চয়তার মধ্যে পড়বে: দুদু
ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে গণতন্ত্র অনিশ্চয়তার মধ্যে পড়বে: দুদু
এনসিপির কাঁধে ভর করে ফসল ঘরে তুলল জামায়াত
এনসিপির কাঁধে ভর করে ফসল ঘরে তুলল জামায়াত
৭ দাবিতে ৩ দিনের কর্মসূচি দিয়েছে জাগপা
৭ দাবিতে ৩ দিনের কর্মসূচি দিয়েছে জাগপা