ঈদের আগে মির্জা ফখরুলের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা


নিজস্ব প্রতিবেদক
চোখের চিকিৎসার জন্য গত ২১ দিন ধরে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অবস্থান করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখনও নিশ্চিত নয়, কবে দেশে ফিরবেন তিনি। রাজনৈতিক শুভাকাঙ্খীরা প্রত্যাশা করছেন ঈদের আগেই ঢাকায় ফিরবেন তিনি। ঈদুল আজহার জামাত আদায় করবেন গুলশানের আজাদ মসজিদে। তবে চিকিৎসকের অনুমতি না মিললে এই প্রত্যাশা পূরণ নাও হতে পারে।
বিএনপি ও পারিবারিক সূত্রে জানা গেছে, মির্জা ফখরুলের চোখের সমস্যার কারণে আগামী ৬ জুন (শুক্রবার) পর্যন্ত তাকে বিমানে ভ্রমণ করতে নিষেধ করেছেন চিকিৎসক। ওই দিন তার চোখের অস্ত্রোপচারের পরবর্তী ফলোআপ নির্ধারিত রয়েছে। চিকিৎসকের অনুমতি পেলে সেদিনই তার দেশে ফেরার বিষয়টি চূড়ান্ত হতে পারে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, “আগামী ৬ জুন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চোখের চিকিৎসার ফলোআপ রয়েছে। চিকিৎসকের অনুমতির ওপর তার দেশে ফেরা নির্ভর করছে।”
এর আগে গত ২৭ মে মির্জা ফখরুলের বড় মেয়ে শামারুহ মির্জা জানিয়েছিলেন, “চোখের সমস্যার কারণে ৬ জুন পর্যন্ত বাবাকে উচ্চতায় ভ্রমণ করতে নিষেধ করা হয়েছে।”
প্রসঙ্গত, ঈদুল আজহা ৭ জুন অনুষ্ঠিত হবে। ফলে, ৬ জুন চিকিৎসকের অনুমতি না পেলে ঈদের আগেই দেশে ফেরা সম্ভব নাও হতে পারে মির্জা ফখরুলের।
উল্লেখ্য, গত ১৩ মে ব্যাংককে চিকিৎসার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন বিএনপির মহাসচিব। তার সঙ্গে রয়েছেন স্ত্রী রাহাত আরা বেগম। যদিও এর মধ্যে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনাসহ কয়েক অনুষ্ঠানে থাইল্যান্ড থেকে ভার্চুয়ালি অংশ নেয় মির্জা ফখরুল। দলের সাপ্তাহিক স্থায়ী কমিটির বৈঠকে ভার্চুয়ালি অংশ নেন বলে জানা গেছে।
বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে ঈদ করবেন। আর ঈদের আগে মির্জা ফখরুল দেশে না ফেরলে দলটির শীর্ষ দুই নেতার দেশের বাইরে ঈদ উদযাপন হবে। আর দলের চেয়ারপারসন খালেদা জিয়া বরাবরের মতো গুলশানের বাসভবন ফিরোজায় ঈদ করবেন।
ভিওডি বাংলা/ডিআর
দুই ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তী সরকারের …

মেহরিন চৌধুরীর পরিবারকে সমবেদনা জানাল বিএনপি
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত …

এক বাক্সে ভোট দেওয়ার সিদ্ধান্তে একমত ইসলামী দলগুলো
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী দলগুলো একটি বাক্সেই ভোট দেবে—এমন …
