বিএনপির শীর্ষ নেতাদের ঈদ জামাত ও শুভেচ্ছা বিনিময়


জ্যেষ্ঠ প্রতিবেদক
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গুলশানের বাস ভবন ফিরোজা'য় ঈদুল আজহা নামাজ আদায় করবেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন স্হানীয় মসজিদে, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকার গুলশান আজাদ মসজিদে, স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন গুলশান সোসাইটি মসজিদে, মির্জা আব্বাস শাহজানপুর ঈদগাহ ময়দান, ডক্টর আব্দুল মঈন খান নরসিংদী পলাশ, নজরুল ইসলাম খান বনানী ডিওএইচএস মসজিদে, আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামে, সালাহ উদ্দিন আহমদ কক্সবাজারে, বেগম সেলিমা রহমান বনানী বাসায়, ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জে, হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বনানী বড় মসজিদে, অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন ধানমন্ডিতে।
উল্লেখ্য স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া গুরুতর অসুস্থ হয়ে বাসায় আছেন। লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) মাহবুবুর রহমান অসুস্থ বাসায় নামাজ আদায় করবেন, বেগম সারোয়ারী রহমান অসুস্থ বাসায় নামাজ আদায় করবেন।
তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় কেরানীগঞ্জ স্হানীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। এছাড়াও বিএনপি ভাইস-চেয়ারম্যান বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য কেন্দ্রীয় সিনিয়র নেতৃবৃন্দ ও সাবেক সাংসদ এবং সম্ভাব্য দলীয় প্রার্থীরা নিজ নিজ এলাকায় স্হানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ঈদের নামাজ আদায় করবেন ও ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।
এদিকে, বন্যা পূর্বাভাসের মধ্যে ক্ষতিগ্রস্তদের পাশে থেকে সহযোগিতার জন্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা রয়েছে।
ঈদের দিন বেলা ১১ টা ৩০ মিনিটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর মাজারে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির
মহাসচিবসহ স্হায়ী কমিটি সদস্য ও সিনিয়র নেতৃবৃন্দ।
এছাড়াও রাতে গুলশানের বাস ভবন ফিরোজা' য় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাথে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্হায়ী কমিটি সদস্যগণ ঈদের শুভেচ্ছা বিনিময় করবার কথা রয়েছে। ভাইস-চেয়ারম্যান ডক্টর উসমান ফারুক ও আইসিটি সম্পাদক ডক্টর ওয়াহিদুজ্জামান আমেরিকায় ঈদের নামাজ আদায় করবেন বলে জানা গেছে।
ভিওডি বাংলা/ডিআর
দুই ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তী সরকারের …

মেহরিন চৌধুরীর পরিবারকে সমবেদনা জানাল বিএনপি
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত …

এক বাক্সে ভোট দেওয়ার সিদ্ধান্তে একমত ইসলামী দলগুলো
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী দলগুলো একটি বাক্সেই ভোট দেবে—এমন …
