ড. ইউনূসের আচরণ জনগণকে বিস্মিত করেছে: প্রিন্স


নিজস্ব প্রতিবেদক
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের আচরণ জনগণকে বিস্মিত করছে। তিনি জাপানে বলেছেন- সব দল নয়, একটি দল ডিসেম্বরে নির্বাচন চায়, যা সত্যের অপলাপ। একটি দল নয়, বিএনপিসহ অধিকাংশ রাজনৈতিক দল, রাষ্ট্র শক্তিসমুহ, সুশীল সমাজ এবং জনগণ অতি দ্রুত নির্বাচন চায়।
বৃহস্পতিবার সন্ধ্যায় ময়মনসিংহে তাঁতী দল হলুয়াঘাট উপজেলা শাখার উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
উপজেলা তাঁতী দলের আহ্বায়ক আকিকুল ইসলমের সভাপতিত্বে ও সদস্য সচিব আলী অজগরের সঞ্চালনায় হালুয়াঘাট পৌর শহরে উত্তর বাজারে হোটেল ইমেক্স মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী ফরিদ আহমেদ পলাশ, পৌর বিএনপির সদস্য সচিব আবদুল আজিজ খান, যুগ্ম আহ্বায়ক অনোয়ার হোসেন, বিএনপি নেতা রমজান আলী জহির, ময়মনমসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন খান বক্তব্য রাখেন।
আলোচনা সভায় এমরান সালেহ প্রিন্স বলেন, দেশের স্থিতিশীলতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা, গণতন্ত্র ও সুশাসনের বৃহত্তর স্বার্থে দ্রুত নির্বাচন হওয়া জরুরি। সংস্কার ও বিচারের কথা বলে নির্বাচন বিলম্বের সুযোগ নাই। ১০ মাসে সংস্কার ও বিচার আলোর মুখ দেখল না জাতি তা জানতে চায়। তিনি প্রধান উপদেষ্টার প্রতি রাজনৈতিক দল ও জনগণকে আস্থায় নিয়ে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের অয়োজন করার আহ্বায়ক জানান।
ভিওডি বাংলা/ এমএইচ
দুই ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তী সরকারের …

মেহরিন চৌধুরীর পরিবারকে সমবেদনা জানাল বিএনপি
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত …

এক বাক্সে ভোট দেওয়ার সিদ্ধান্তে একমত ইসলামী দলগুলো
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী দলগুলো একটি বাক্সেই ভোট দেবে—এমন …
