• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী মানুষের পশুত্ব বর্জনই হোক সবার অঙ্গীকার : তারেক রহমান টানা ৪ দিনের ছুটি মিলছে সরকারি কর্মচারীদের

অন্তর্বর্তী সরকারকে আরও সতর্ক হতে হবে: এ্যানি

   ২৪ মে ২০২৫, ০৫:০০ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বসানো হয়েছে। তাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যদের আরও সতর্ক হতে হবে। উপদেষ্টারা যদি সতর্ক না হয়, হাসিনার বিচার ব্যবস্থা দ্রুত দৃশ্যমান না হয়, দেশের মানুষ খুব কষ্ট পাবে ও বিপদে পড়বে।

শনিবার (২৪ মে) দুপুরে লক্ষ্মীপুরের দত্তপাড়া, চন্দ্রগঞ্জ, উত্তর জয়পুর, কুশাখালী ইউনিয়নে ওয়ার্ড বিএনপির সম্মেলনে নির্বাচনী কেন্দ্র পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

শহীদ উদ্দিন বলেন, একদিকে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে, আরেক দিকে সংস্কারের কাজ দ্রুত করতে হবে।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারই বলেছে, সংস্কার করতে তিন মাস লাগবে। তিন মাসের স্থলে ছয় মাস হলো, তবুও সংস্কার দৃশ্যমান হয়নি। আমরা আশা করছি এ স্বল্পমেয়াদী সরকার কাজগুলো দ্রুত শেষ করবে।

এ্যানি বলেন, দেশটাকে যদি সবাই মিলে সুদৃঢ় ঐক্যের মধ্যে নিয়ে যেতে না পারি, তাহলে ফ্যাসিবাদ সুযোগ নেবে। তারা থাবা মারার জন্য বসে রয়েছে। তাছাড়া পার্শ্ববর্তী দেশও নাক গলাতে চায় এবং চেয়েছে। বিএনপি মনে করছে এক এবং ঐক্যবদ্ধ থাকতে হবে, এর মধ্যে ফাটল ধরানোর কোনো সুযোগ থাকতে পারবে না। সুন্দর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে কোনো ফাটল থাকবে, ৫ আগস্টের পর আমরা তা বিশ্বাস করি না। বিগত ১৭ বছরের আমাদের ত্যাগ, শ্রম-ঘাম, জনগণ, রাজনৈতিক দলের নেতাকর্মীরা আত্মাহুতি দিয়েছেন। সর্বশেষ জুলাই আন্দোলনে শহীদ ও আহত হয়েছেন। তাদের এ ত্যাগ বৃথা যেতে দেয়া যাবে না। এখনো রক্তের দাগ শুকায়নি। সময় সব সময় আসবে না, সময় নষ্টও করা যাবে না।

দেশ ও জাতির প্রয়োজনে খুনি হাসিনা এবং তার দোসরদের বিচার সম্পন্ন করতে উপদেষ্টারা বিশেষভাবে নজর দেবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন এ্যানি। বলেন, বিএনপি জনগণের কথা বলে, তাই জনগণের আস্থা বিএনপির ওপর। সুন্দর বাংলাদেশ গঠনে বিএনপি যে দায়িত্ব নিয়ে এগিয়ে যাচ্ছে, সে লক্ষ্য বাস্তবায়নে তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ কাজ করার আহ্বান জানান এ্যানি।
 
ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট হাফিজ উল্ল্যাহসহ অনেকে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে গণতন্ত্র অনিশ্চয়তার মধ্যে পড়বে: দুদু
ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে গণতন্ত্র অনিশ্চয়তার মধ্যে পড়বে: দুদু
এনসিপির কাঁধে ভর করে ফসল ঘরে তুলল জামায়াত
এনসিপির কাঁধে ভর করে ফসল ঘরে তুলল জামায়াত
৭ দাবিতে ৩ দিনের কর্মসূচি দিয়েছে জাগপা
৭ দাবিতে ৩ দিনের কর্মসূচি দিয়েছে জাগপা