প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে যোগ দিচ্ছে বিএনপি


নিজস্ব প্রতিবেদক
রাজনৈতিক অস্থিরতায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জনের মধ্যে তাঁর সঙ্গে বৈঠকের শিডিউল পেয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যাবে।
শনিবার (২৪ মে) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে বিএনপির এই বৈঠক অনুষ্ঠিত হবে।
এর আগে শুক্রবার রাতে বৈঠকের আমন্ত্রণ পাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তবে তিনি জানিয়েছেন, বৈঠকে বিএনপি যোগ দেবে কীনা সেই সিদ্ধান্ত পরে জানানো হবে। অবশেষে আজ সকালে বিএনপির পক্ষ থেকে এই তথ্য জানানো হলো।
বিএনপি মহাসচিব চিকিৎসার জন্য বর্তমানে থাইল্যান্ডে রয়েছেন। এজন্য দলের স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। প্রতিনিধি দলে আমীর খসরু মাহমুদ, মির্জা আব্বাস, সালাহউদ্দিন আহমেদসহ কয়েকজন থাকতে পারেন বলে জানা গেছে।
রাজনৈতিক অস্থিরতার মধ্যে গত বৃহস্পতিবার ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। এর মধ্যেই বিএনপি একাধিকবার সরকারপ্রধানের সাক্ষাৎ চেয়ে পায়নি বলে খবর বের হয়। এর মধ্যেই শুক্রবার রাতে বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠকের শিডিউল ঠিক করে প্রধান উপদেষ্টার কার্যালয়। আজ সন্ধ্যায় দুই দলের সঙ্গে পৃথক বৈঠক হওয়ার কথা রয়েছে।
ভিওডি বাংলা/ডিআর
দুই ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তী সরকারের …

মেহরিন চৌধুরীর পরিবারকে সমবেদনা জানাল বিএনপি
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত …

এক বাক্সে ভোট দেওয়ার সিদ্ধান্তে একমত ইসলামী দলগুলো
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী দলগুলো একটি বাক্সেই ভোট দেবে—এমন …
