জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
‘করিডোর নিয়ে প্রচারণা প্রতিবেশী দেশ থেকে হয়েছে'


জ্যেষ্ঠ প্রতিবেদক
করিডোর নিয়ে প্রচারণা প্রতিবেশী দেশ থেকে হয়েছে, বাংলাদেশ থেকে নয় বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।
বুধবার (২১ মে) রাখাইন অঞ্চলকেন্দ্রিক মানবিক করিডোর ইস্যু নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
তিনি জানান, করিডোর নিয়ে কারো সঙ্গে কোনো কথা হয়নি। বর্তমান অবস্থায় করিডোরে কোনো প্রয়োজন নেই। করিডোর নিয়ে আমাদের ওপর কোনো চাপও নেই।
যতদিন রাখাইন অস্থিতিশীল থাকবে ততদিন রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয় বলেও সংবাদ সম্মেলনে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।
তিনি আরও জানান, সেনাবাহিনীর সঙ্গে কোনো মতপার্থক্য নেই।
ভিওডি বাংলা/ এমএইচ
আমলারা চায়নি, তাই গণমাধ্যম সংস্কার হয়নি: জিমি আমির
গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য জিমি আমির বলেছেন, আমাদের বলা হয়েছিল …

ডিএমপির সাবেক উপকমিশনার বরখাস্ত
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক উপকমিশনার কাজী মনিরুজ্জামানকে চাকরি থেকে …
