কুড়িগ্রামে নদী ভাঙনে ক্ষয়-ক্ষতির পরিমাণ বাড়ছে


কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে সাম্প্রতিক ভারী বর্ষণ ও উজানের ঢলে তিস্তা, জিঞ্জিরাম, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদে পানি বাড়ায় নদীতীরবর্তী জনপদগুলোতে দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন। ফলে ভিটেমাটি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন নদীপাড়ের মানুষজন।
জেলার রাজারহাট, চিলমারী ও উলিপুরের বিভিন্ন চরাঞ্চলে ব্রহ্মপুত্র ও তিস্তায় পানি বৃদ্ধির কারণে আবাদি জমি তলিয়ে গেছে। দলদলিয়া, থেতরাই, বেগমগঞ্জ, মোল্লারহাট ও বিদ্যানন্দসহ একাধিক এলাকায় ধান, কাউন, বাদাম ও পেঁয়াজসহ নানা ফসল ডুবেছে পানিতে। অনেক কৃষক অপরিপক্ব ফসল তুলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমানোর চেষ্টা করলেও ততটা লাভ হচ্ছে না।
নদী ভাঙনের আশঙ্কায় অনেকে গাছ কেটে ফেলছেন, ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন নিরাপদ স্থানে। শুধু মোল্লারহাটেই দেড় শতাধিক বসতভিটা নদীগর্ভে বিলীন হয়েছে বলে জানা গেছে।
ক্ষতিগ্রস্তদের কেউ কেউ আশ্রয় নিয়েছেন আত্মীয়স্বজনের বাড়িতে। অনেকেই খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।
এদিকে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, উজানে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় জেলার প্রধান নদ-নদীগুলোর পানি আরও বাড়তে পারে। তবে তা এখনো বিপৎসীমার নিচে রয়েছে এবং তেমন কোনো বড় ধরনের বন্যার আশঙ্কা নেই বলেও জানিয়েছেন কর্তৃপক্ষ।
তবে নদীর পাড়ে ঝুঁকিতে থাকা পরিবারগুলোর দাবি, স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা না থাকায় প্রতিবছর তাদেরকে এমন দুর্দশার মুখে পড়তে হয়। তারা দ্রুত ভাঙনরোধে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন।
ভিওডি বাংলা/ডিআর
নৌপথে চাঁদাবাজি : র্যাবের হাতে বৈষম্যবিরোধী নেতাসহ আটক ৭
সিলেটের গোয়াইনঘাটের নৌপথে চাঁদাবাজির মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলা …

রাজশাহীতে বৃষ্টির সাথে পাল্লা দিয়ে বাড়ছে সবজির দাম
রাজশাহীতে বর্ষাকালে বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কাঁচা সবজির দাম। …

বহিষ্কার হলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির দুই নেতা
দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী …
