ভারতে আসতে পারেন হাসিনাপুত্র জয়


ভিওডি বাংলা ডেস্ক
ভারতে আসতে পারেন শেখ হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয়। খবরটি সত্য হলে হাসিনা নিজ দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর এই প্রথম ছেলের সঙ্গে মা’র দেখা হতে চলেছে।
আওয়ামী লীগের নির্বাসিত নেতারা জয়ের এই সফর নিয়ে আশাবাদী উল্লেখ করে খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮।
এতে প্রকাশিত কমলিকা সেনগুপ্তর প্রতিবেদনে বলা হয়েছে, ‘জয়ের সম্ভাব্য সফর এমন এক সময়ে হচ্ছে যখন কিনা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে।’
নিউজ১৮-এর সঙ্গে কথা বলতে গিয়ে আওয়ামী লীগের জনৈক সাবেক মন্ত্রী বলেন, ‘আমরা এ বিষয়ে খুবই আশাবাদী যে তিনি (জয়) শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন এবং নির্বাসিত নেতাদের সঙ্গেও কথা বলবেন।’
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের স্বাধীনতার নেতা শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান। তারপর থেকে ভারতে নির্বাসিত জীবনযাপন করছেন তিনি।
ছেলে জয় বেশ কয়েক বছর ধরে মায়ের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেননি বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।
কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব তারিক চয়নের ফেসবুক থেকে এসব তথ্য জানা গেছে।
ভিওডি বাংলা/ডিআর
ফেব্রুয়ারিতে নির্বাচন হলে দ্বিধা কেটে যাবে: মির্জা ফখরুল
রাষ্ট্র সংস্কারের মৌলিক বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যকে ‘ইতিবাচক’ বলে মন্তব্য …

জুলাই সনদ একটি ঐতিহাসিক অঙ্গীকারনামা : সালাহউদ্দিন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, এই সনদ আসলে …

এনসিপির জুলাই পদযাত্রা সমাপ্ত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি সমাপ্ত …
