• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠের রাজনীতি চলবে না : আমীর খসরু

   ১১ মে ২০২৫, ০৫:২২ পি.এম.

নিজস্ব প্রতিবেদক: 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠের রাজনীতি চলবে না। এই দেশ চলবে সব নাগরিকের অংশগ্রহণে। ধর্ম যার যার, রাষ্ট্র সবার।

রোববার (১১ মে) চট্টগ্রাম নগরের ডিসি হিল বৌদ্ধ মন্দিরের সামনে শান্তি শোভাযাত্রার আগে সমাবেশে তিনি এ কথা বলেন। 

আমীর খসরু বলেন, আমরা সবাই বাংলাদেশি। বিভক্তির রাজনীতি নয়, ঐক্যের ভিত্তিতে দেশ চলবে। মতের ভিন্নতা থাকলেও তা যেন সহনশীলতার জায়গা তৈরি করে।

তিনি আরও বলেন, গত ১০ থেকে ১৫ বছরে দেশে অশান্তি বেড়েছে। এর প্রভাব পড়েছে সমাজ, রাজনীতি ও অর্থনীতিতে। আমরা এমন একটি সমাজ চাই, যেখানে শান্তি থাকবে, সবাই মাথা উঁচু করে বাঁচবে।

শোভাযাত্রায় অংশ নেয় ৬১টি সংগঠন। মিছিলটি ডিসি হিল থেকে শুরু হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার ডিসি হিলে গিয়ে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন উদযাপন পরিষদের সভাপতি ও প্রাক্তন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রিটন কুমার বড়ুয়া। শোভাযাত্রার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

ভিওডি বাংলা/এম, 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচন কমিশন ভাগাভাগি হয়ে গেছে : হাসনাত
নির্বাচন কমিশন ভাগাভাগি হয়ে গেছে : হাসনাত
জামায়াতকে নতুন করে দেখার কিছু নেই - আমিনুল হক
জামায়াতকে নতুন করে দেখার কিছু নেই - আমিনুল হক
আরপিও পরিবর্তনে রাজপথে নামার হুঁশিয়ারি জামায়াতের
আরপিও পরিবর্তনে রাজপথে নামার হুঁশিয়ারি জামায়াতের