ইন্ডিপেন্ডেন্ট অব জুডিশিয়ারি চায় বিএনপি


নিজস্ব প্রতিবেদক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, উচ্চ ও নিম্ন আদালত, রাজনীতিবীদ, আমলা ও অন্যান্য অঙ্গনের নির্বাহীদের জবাবদিহিতা থাকতে হবে। বিগত সময়ে বিচার বিভাগে যেভাবে শক্তি প্রদর্শনের চর্চা হয়েছে, তাতে যদি তারা (বিচারকরা) মওকুফ পেয়ে যায়, আগামীতে জুডিশয়ারির বিরুদ্ধে অভ্যুত্থান হবে।
বৃহস্পতিবার (৮ মে) সুপ্রিম কোর্টের মিলনায়তনে আইনজীবী এ জে মোহাম্মদ আলী মৃত্যুবার্ষিকীর আলোচনা এ কথা বলেন তিনি।
তিনি বলেন, বিচার বিভাগের জন্যই ইন্ডিপেন্ডেন্ট অব জুডিশিয়ারি চায় বিএনপি। এর আগে ফ্যাসিস্টদের দোসরদের হাইকোর্ট থেকে অপসারণ করতে হবে। যাতে তারা সেই স্বাধীনতার সুযোগ না পায়। ২০২৪ সালের নির্বাচনের আগে রাতে কোর্ট বসিয়ে বিএনপি নেতাকর্মীদের সাজা দেয়া হয়েছে। নিম্ন আদালতের ১৬৮ জন বিচারক বিএনপিকে দমন করার জন্য কাজ করেছে। এছাড়া, হাইকোর্টেও ৩০ জন ফ্যাসিবাদের দোসর বসে রয়েছে। যারা রায়ের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের কর্মসূচি বাস্তবায়ন করেছে; তাদেরকে সরাতে হবে।
সালাহউদ্দিন বলেন, পুলিশসহ অন্যান্য বিভাগে অনেকে ফ্যাসিবাদের দোসর সহায়তা করেছে। তাদের মধ্যে কেউ কেউ অবসরে গিয়েছেন। শুধুমাত্র অবসরে গিয়ে তারা ক্ষমা পেলে ন্যায়বিচার প্রতিষ্ঠা হলো না। সবাইকে রাষ্ট্রের কাছে জবাবদিহিতা করতে হবে।
ভিওডি বাংলা/ এমএইচ/এমপি
দুই ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তী সরকারের …

মেহরিন চৌধুরীর পরিবারকে সমবেদনা জানাল বিএনপি
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত …

এক বাক্সে ভোট দেওয়ার সিদ্ধান্তে একমত ইসলামী দলগুলো
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী দলগুলো একটি বাক্সেই ভোট দেবে—এমন …
