• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঐকমত্য করতে হলে সবাইকে ছাড় দিতে হবে : আলী রীয়াজ

   ৪ মে ২০২৫, ১২:৫৬ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক: 

ঐকমত্য তৈরি করতে হলে সবাইকে কিছু না কিছু ছাড় দিতে হবে বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ। রোববার (৪ মে) জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ১২ দলীয় জোটের বৈঠকের শুরুতে এ কথা বলেন তিনি।

আলী রীয়াজ বলেন, ঐকমত্য তৈরি করতে হলে সবাইকেই কিছু না কিছু ছাড় দিতে হবে। তবে মৌলিক বিষয়গুলো নিয়ে আমাদের ঐকমত্য হয়ে এগিয়ে যেতে হবে। ১৫ দিনের মধ্যে প্রথম ধাপের আলোচনা শেষ করতে পারবো। শুধুমাত্র এই টেবিলে বসে আলোচনা করলেই হবে না। নিজেদের মধ্যে এবং সহযোগী রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে আলোচনা করার আহ্বান জানান তিনি।

১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার বলেন, মতপার্থক্য আমাদের মধ্যে আছে। তারমধ্যেও ন্যূনতম ঐকমত্য যাতে হয়, আগামী দিনে যাতে আর কখনো স্বৈরশাসন না আসতে পারে। কেউ চাইলেই যেন সংবিধানকে আমূল পরিবর্তন করতে না পারে, সেজন্য আমরা কাজ করে যাব। সংস্কারের যৌক্তিক পরিণতি দ্রুত বাস্তবায়ন করতে হবে। জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বিলম্বিত হোক আমরা চাই না।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লি‌বিয়া থে‌কে ১৬০ বাংলাদেশি দেশে ফিরছেন
লি‌বিয়া থে‌কে ১৬০ বাংলাদেশি দেশে ফিরছেন
পরিবহন ধর্মঘট প্রত্যাহার
পরিবহন ধর্মঘট প্রত্যাহার
৯ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
৯ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর