ঐকমত্য কমিশন কারও প্রতিপক্ষ নয়: আলী রীয়াজ


নিজস্ব প্রতিবেদক:
জাতীয় ঐকমত্য কমিশন কারও প্রতিপক্ষ নয় বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ। জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন তিনি।
শনিবার (৩ মে) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে এদিন ১২ দলীয় ঐক্যজোটের সঙ্গে সংলাপে বসার আগে এ কথা বলেন আলী রীয়াজ।
আলী রীয়াজ বলেন, ‘দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকবে। নেতাকর্মীরা জাতীয় স্বার্থে নিজ নিজ অবস্থান থেকে যেমন কথা বলবেন, আবার ছাড় দেয়ারও মানসিকতা থাকতে হবে।’
সব বিষয়ে একমত হওয়া সম্ভব না হলেও, রাষ্ট্র গড়ার ক্ষেত্রে একমত হতে পারবেন বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি।
তিনি আরও বলেন, ‘ঐকমত্য কমিশনের সুনির্দিষ্ট ভূমিকা নেই। কমিশন কারও প্রতিপক্ষ নয়। সুনির্দিষ্ট জাতীয় সনদ তৈরি আমাদের মূল লক্ষ্য।’
উল্লেখ্য, সংস্কার কমিশনের দেওয়া প্রস্তাবগুলোর মধ্যে ১১২টি তে একমত, ২৬টি দ্বিমত ও দুর্নীতি দমন কমিশনের সব প্রস্তাবে একমত পোষণ করেছে জাতীয়তাবাদী সমমনা জোট।
ভিওডি বাংলা/এম
আমলারা চায়নি, তাই গণমাধ্যম সংস্কার হয়নি: জিমি আমির
গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য জিমি আমির বলেছেন, আমাদের বলা হয়েছিল …

ডিএমপির সাবেক উপকমিশনার বরখাস্ত
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক উপকমিশনার কাজী মনিরুজ্জামানকে চাকরি থেকে …
