• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঢাকা মহানগর

আ.লীগ নেতা শাহে আলম মুরাদ গ্রেপ্তার

   ১৭ এপ্রিল ২০২৫, ০১:৪৯ পি.এম.

 নিজস্ব প্রতিবেদক: 

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহের আলম মুরাদকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্যও ছিলেন।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

এ কর্মকর্তা জানান, সকাল ১০টার দিকে রাজধানীর উত্তরা থেকে ডিবি পুলিশের একটি দল শাহের আলম মুরাদকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলা রয়েছে।

গত ৬ এপ্রিল রাজধানীর বায়তুল মোকাররম থেকে বঙ্গবন্ধু এভিনিউ পর্যন্ত হঠাৎ ঝটিকা মিছিল করে আওয়ামী লীগ। মিছিলটির নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।

রায়তুল মোকারমের দক্ষিণ গেট থেকে শুরু হওয়া ঝটিকা এ বিক্ষোভ মিছিলটি বঙ্গবন্ধু এভিনিওতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, মিছিলে রাজধানীর বিভিন্ন থানা, ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তার দায়িত্বে শামসুল
খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তার দায়িত্বে শামসুল
তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে বিএনপির কমিটি
তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে বিএনপির কমিটি
স্বাধীনতার ৫৪ বছরে এসেও গণতন্ত্র খুঁজে ফিরি: মঈন খান
স্বাধীনতার ৫৪ বছরে এসেও গণতন্ত্র খুঁজে ফিরি: মঈন খান